ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

হাসপাতালে ভর্তি ইলিয়াস জাভেদ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৫, ০৫:১২ পিএম
ছবি: সংগৃহীত

বাংলা সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ বেশ কয়েক বছর ধরে শারীরিক অসুস্থার কারণে ঘরবন্দি। এই অভিনেতা দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত। তার আগে ব্রেইন স্ট্রোক করেছিলেন। এখন তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়।

এদিকে, বুধবার (১৬ এপ্রিল) হঠাৎ ইলিয়াস জাভেদের শারীরিক অবস্থার অবনতি হলে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন এই অভিনেতা।

জাভেদের স্ত্রীর বরাতে সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘বেশ কয়েক বছর ধরে নানা রোগে আক্রান্ত আমাদের সবার প্রিয় জাভেদ ভাই। এর মধ্যে ক্যানসারেও আক্রান্ত তিনি। একবার ব্রেইন স্ট্রোক করেছিলেন। আজ তার শারীরিক অবস্থার অবনতি হলে বাসার নিকটে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার চিকিৎসা চলছে। সবাই তার জন্য দোয়া করবেন।’

২০২০ সালের ৪ এপ্রিল মূত্রনালির জটিলতায় আক্রান্ত হলে জাভেদের অস্ত্রোপচার হয়। তারপর থেকে এই ভালো, এই খারাপ। এভাবেই যাচ্ছে এই অভিনেতার সময়। 

ষাটের দশকে নৃত্যপরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন জাভেদ। সত্তর ও আশির দশকে পোশাকি সিনেমাতে নায়ক হিসেবে তিনি ছিলেন নির্মাতাদের চাহিদার শীর্ষে।

তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—মালকা বানু, অনেক দিন আগে, শাহাজাদা, রাজকুমারী চন্দ্রবান, সুলতানা ডাকু, আজো ভুলিনি, কাজল রেখা, সাহেব বিবি গোলাম, নিশান, বিজয়িনী সোনাভান, রূপের রাণী, চোরের রাজা, জালিম, চন্দন দ্বীপের রাজকন্যা, বাহারাম বাদশা ইত্যাদি।

জাভেদের সর্বশেষ অভিনীত সিনেমা ‘মা বাবা সন্তান’। এরপর আর কখনো ক্যামেরার সামনে দাঁড়ানো হয়নি তার। কাজের আগ্রহ থাকলেও শারীরিক অসুস্থার কারণে তা আর সম্ভব হয়নি। রুপালি পর্দার তুমুল জনপ্রিয় নায়ক জাভেদ আজ বয়সের ভারে নুয়ে গেছেন। নানা রকম অসুখ-বিসুখ তাকে রাজ্য হারানো এক রাজায় পরিণত করেছে। দিনে দিনে অনেক রঙই মুছে গেছে, ধূসর হয়ে গেছে রঙিন জীবনের নিশান!