ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

মিশরীয় হজযাত্রীদের ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত সৌদির

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৫, ১১:৫১ এএম
হজের জন্য নির্ধারিত বৈধ ভিসা না থাকালে ফেরত পাঠাবে সৌদি। ছবি: সংগৃহীত

হজের মতো পবিত্র আনুষ্ঠানিকতায় অংশ নিতে এসে এবার সৌদি আরবে আটক হয়েছেন ৫০০-রও বেশি মিশরীয় নাগরিক। অভিযোগ- তারা বৈধ হজ ভিসার পরিবর্তে জাল ভিসা, ট্রানজিট বা ভিজিট ভিসা ব্যবহার করে সৌদি আরবে প্রবেশ করেছেন।  

শুক্রবার (১৮ এপ্রিল), সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় এই ভুয়া ভিসাধারী হজযাত্রীদের।  

সৌদি পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, হজের জন্য নির্ধারিত বৈধ ভিসা না থাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং শিগগিরই তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।  

হজে কড়া নজরদারি ও নতুন নিয়ম

প্রতি বছর হজ মৌসুমে বিশ্বের নানা প্রান্ত থেকে সৌদি আরবে হাজির হন লাখো মুসল্লি। হজের গুরুত্ব ও এই সময়কার অতিরিক্ত ভিড় বিবেচনায় সৌদি সরকার সাম্প্রতিক বছরগুলোতে হজযাত্রীদের জন্য কঠোর ভিসা নীতি ও নিরাপত্তা নির্দেশনা জারি করেছে।  

সরকারি ঘোষণায় বলা হয়েছে, “শুধুমাত্র বৈধ হজ ভিসা থাকার প্রমাণ দিতে পারলেই হজ পালনের সুযোগ মিলবে। কোনো ধরনের জাল কাগজপত্র কিংবা অনুপযুক্ত ভিসাধারীদের গ্রেপ্তার করে নিজ দেশে ফেরত পাঠানো হবে।”  

মিসরীয়দের জন্য সতর্কতা জারি

এই ঘটনার পরপরই একটি বিবৃতি দিয়েছে মিসরের পর্যটন মন্ত্রণালয়। এতে হজে যেতে ইচ্ছুক মিসরীয় নাগরিকদের সতর্ক করে বলা হয়- “সরকারি অনুমোদনপ্রাপ্ত এজেন্সির মাধ্যমেই কেবল হজের প্রক্রিয়া সম্পন্ন করুন। প্রতারকদের খপ্পরে পড়লে যেমন অর্থের অপচয় হবে, তেমনি হজের স্বপ্নও অকালেই থেমে যাবে।”  

সূত্র: সৌদি গেজেট