ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহ কাঁপাতে মুক্তি পাচ্ছে শাকিবের ‘বরবাদ’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৫, ১০:৪৮ এএম
ছবি: সংগৃহীত

এবারের ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমা মুক্তির প্রথমদিন থেকেই বেশ দাপট দেখিয়েছে। আয়ের নিরিখেও এগিয়ে এই সিনেমা। দেশের প্রেক্ষাগৃহ  ব্যাপক সফলতার পর এবার   যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহ কাঁপাতে মুক্তি পেতে যাচ্ছে ‘বরবাদ’।

শুক্রবার (১৮ এপ্রিল) থেকে প্রথম সপ্তাহের জন্য যুক্তরাষ্ট্রের ১৫ টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে শাকিবের ‘বরবাদ’। একইসঙ্গে শাকিবের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মস ইউএসএ- আন্তর্জাতিকভাবে চলচ্চিত্রের পরিবেশক হতে যাচ্ছে।  ইতোমধ্যে সেখানে অগ্রিম টিকিটও বিক্রি শুরু হয়েছে; আর তাতে দর্শকের সাড়াও রয়েছে যথেষ্ট।

এদিন বাংলাদেশ সময় ভোর ৫ টার দিকে এক ফেসবুক পোস্টে শাকিব খান লেখেন, ‘বাংলাদেশের দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়ে ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে চলেছে ‘বরবাদ’। পরিবার, বন্ধুবান্ধব ও আপনজনদের নিয়ে নিকটস্থ থিয়েটারে গিয়ে উপভোগ করুন ‘বরবাদ’।’

এদিকে আইএমডিবির চার্ট বিশ্লেষণ করে দেখা গেছে, তালিকার শীর্ষে রয়েছে হলিউড সিনেমা ‘আ মাইনক্রাফট মুভি’। সেই তালিকায় আরও রয়েছে ‘স্নো হোয়াইট’, ‘অ্যানোরা’, ‘সুপারম্যান’, ‘মিশন ইম্পসিবল: ফাইনাল রেকনিং’, ‘সিকান্দার’ ও ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’-এর মতো বিশ্বখ্যাত সিনেমাগুলো। এই সিনেমাগুলোর পাশে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ‘‘বরবাদ’’। সিনেমাটি আইএমডিবিতে ৭.৪ রেটিং পেয়েছে।

আইএমডিবির জনপ্রিয় ১০০ তালিকায় মধ্যে স্থান পাওয়ায় সিনেমাটির পরিচালক মেহেদী হাসান হৃদয় উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আইএমডিবি চার্টে আমাদের সিনেমা ৪৪তম স্থানে জায়গা করে নিয়েছে, তাও জনপ্রিয় সিনেমা ক্যাটাগরিতে; এটা তো আমাদের জন্য অনেক আনন্দের, গর্বের। আমাদের দেশি সিনেমা এখন বিদেশে মুক্তি পাচ্ছে, এখন আইএমডিবিতে জায়গা করে নিচ্ছে। তার মানে আমাদের বাংলাদেশের সিনেমা আন্তর্জাতিক স্তরে যাচ্ছে। এটা অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই আনন্দের, একইসঙ্গে সবার জন্য গর্বের।’

উল্লেখ্য, ঈদে মুক্তি পাওয়া এই সিনেমাটি ইতোমধ্যে ঢাকাই সিনেমার বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করেছে। মুক্তির ১৭ দিন পার হলেও সিনেমাটির জনপ্রিয়তা এখনও তুঙ্গে। মেহেদি হাসান হৃদয় পরিচালিত এই সিনেমাটিতে আরও অভিনয় করেছেন- ইধিকা পাল, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু প্রমুখ।