এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা। সিনেমাগুলো হচ্ছে ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘চক্কর ৩০২’, ‘অন্তরাত্মা’ ও ‘জ্বীন-৩’। তার মধ্যে দু-একটা বাদে বাকি সিনেমাগুলো দেশের বিভিন্ন সিনেপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিনগুলোতে এখনো বেশ দাপটের সঙ্গেই চলছে ঈদের সিনেমাগুলো।
এদিকে, ঈদের দিন থেকে ১২০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি। দর্শকমহলেও সিনেমাটি নিয়ে বেশ আলোচনা-সমালোচনাও চলছে। সিনেমার সংলাপে অনেক দর্শকই মজেছেন। শাকিবের মুখে ‘এই জিল্লু মাল দে’ সংলাপটি রীতিমতো নেট দুনিয়ায় ভাইরাল। নারী-পুরুষ, শিশু-তরুণ হল থেকে বেরিয়েই বলছেন শাকিবের সহকারীর কাছে মদ চাওয়ার সংলাপটি।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটির সেন্সর সনদ পাওয়া নিয়ে কিছুদিন আগে চরম আপত্তি তুলেন প্রযোজক ও পরিচালক মো. ইকবাল। তিনি বলেছিলেন, আমার কাছে মনে হয়েছে শাকিবের এই সিনেমা করাটা উচিত হয়নি। তার কাছে জাতি কী শিখল। ফেসবুকে রিলস দেখলাম একটা মেয়ে মদের বোতল হাতে নিয়ে বলছে, এই জিল্লু মাল দে। সমাজ তো ধ্বংস হয়ে গেল।
সিনেমাটি লস করবে উল্লেখ করে তিনি বলেন, আমাদের বর্তমানে হল আছে খুবই কম। কিছু কিছু হল আছে ঢাকায় যেখানে সিনেমা সবসময় ভালো চলে। পাশাপাশি ঢাকার বাইরে অনেক হল নামমাত্র টাকায় সিনেমাটি নিয়েছে। সেই হিসেবে সিনেমার যেই বাজেট শুনলাম তাতে টানা কয়েক মাস সিনেমাটি হাউসফুল গেলে হয়তো টাকা উঠে আসবে।
তিনি আরও বলেন, একটি সিনেমা মুক্তি দিলে সেটি ঘিরে কী কী হয় সবই আমার জানা। অনেক হলে হাউসফুল থাকলেও হল মালিকরা বলে দর্শক ছিল না। এতে করে অনেক সময় প্রযোজক ক্ষতির মুখে পড়ে। আমি চাই না নতুন কোনো প্রযোজক ক্ষতির সম্মুখীন হয়ে চলচ্চিত্র থেকে মুখ ফিরিয়ে নিক।
সম্প্রতি ‘বরবাদ’ সিনেমার প্রযোজক সুমির গুরুতর অভিযোগ তুলেন বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিনের মালিকদের বিরুদ্ধে। বিভিন্ন হল মালিকরা তাকে সঠিক হিসেব দিচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, আমার লোকজন কিছু হলে ভিজিট করতে গিয়েছিল কিন্তু তাদের সেখান থেকে বের করে দেওয়া হয়। গাজীপুরের উলকা সিনেমা হলে আমার লোক কাউন্ট করেছে যেখানে ছিল সাড়ে ছয়শোর উপরে দর্শক; যেখানে তারা বলছে ৫৭৮ জন দর্শক ছিল। আর এরপর আমার কাছে রিপোর্ট আসল ৪৫০ জন দর্শকের। তাহলে বাকি ২০০-২৫০ দর্শক কোথায় গেল? এমন আরও হলেও একই ঘটনা ঘটছে। আসলে আমি নতুন প্রযোজক বলেই কি তারা আমার সঙ্গে এমনটি করছে?
বরবাদ সিনেমার প্রযোজকের এমন হতাশার কথা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল তখন ফের বিষয়টি নিয়ে কথা বলেছেন প্রযোজক ইকবাল। তিনি বলেন, আমি বরবাদ সিনেমার প্রযোজকের ভিডিওটি দেখেছি। আমি সবদিক ভেবেই এই কথাগুলোই কিছুদিন আগে বলেছিলাম। কিন্তু অনেকেই আমাকে ভুল বুঝেছে। হ্যাঁ সিনেমাতে কিছু বিষয় ছিল একটু কম দেখালেও হতো, সেসব বাদ দিলে ভালো সিনেমা হয়েছে বরবাদ। আমি আবারও বলছি, কেউ আমাকে ভুল বুঝবেন না। আমি নিজেও একজন প্রযোজক, আমি চাই না নতুন কোনো প্রযোজক এসে আবার হারিয়ে যাক। আর সেই ভাবনা থেকেই আমার কথাগুলো বলা।
‘বরবাদ’ সিনেমাতে শাকিব খানের নায়িকা ইধিকা পাল। এতে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ। এ ছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান।
আপনার মতামত লিখুন :