ছোট পর্দার অভিনেত্রী মিহি আহসান। ২০১৭ সালে তার অভিনয়ের ক্যারিয়ার শুরু। বর্তমানে এই অভিনেত্রী নিয়মিত নাটকে অভিনয় করছেন। একক ও ধারাবাহিক নাটকের শুটিং ঘিরেই তার সব ব্যস্ততা।
সদ্য অনুষ্ঠিত অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে হাজির ছিলেন মিহি। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। নির্বাচিত সমিতির কাছে কী কী চাওয়া থাকবে, তা বলেন এই অভিনেত্রী। সেখানেই তিনি জানান, রাত জেগে কাজ করাটা থেকে বিরত থাকতে চান।
মিহি বলেন, ‘আমার একটাই চাওয়া যাতে সারা রাত জেগে যেন কাজ করতে না হয়। নতুন কমিটির কাছে প্রত্যাশা থাকবে—তারা শুটিংয়ের পরিবেশ তৈরিতে উদ্যোগ নিবে। সকাল নয়টায় সেটে গেলে মধ্যরাত, আবার কখনো ভোর পর্যন্ত শুটিং করতে হয়। এতে করে আমরা শিল্পীরা শুধু অসুস্থ হই না, কাজের মানও নষ্ট হয়। নতুন কমিটির কাছে চাওয়া থাকবে তারা বিষয়টি আমলে নিয়ে, শুটিং টাইম মেইনটেইনের উদ্যোগ নিতে হবে।’
এ সময় যোগ করে এই অভিনেত্রী বলেন, ‘অনন্যা সব সংগঠনের চেয়ে আমাদের এই সংগঠনের পরিবেশটা সবচেয়ে বেশি সুন্দর। অভিনয় শিল্পী সংঘে কাদা ছোড়াছুড়ি নেই।’
বর্তমান নাটকের মান উল্লেখ করে মিহি বলেন, ‘আমাদের নাটক আগের চেয়ে অনেক ভালো হচ্ছে। নাটক এখন জনপ্রিয়তার শীর্ষে বলা যায়। এই অঙ্গণে অনেকেই আছেন, তারা কখনো শৈল্পিকতা চিন্তাও করে না। তারা একটা সময় ঠিকই হারিয়ে যায়। আর যারা সত্যিকারের মেধাবী, দিনশেষে তারা কাজের মাধ্যমে টিকে থাকে।’
আপনার মতামত লিখুন :