সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ০৯:০০ পিএম

মনোনয়নকেই বড় করে দেখছেন সাদিয়া আয়মান, আছেন মেহজাবীনও

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ০৯:০০ পিএম

মনোনয়নকেই বড় করে দেখছেন সাদিয়া আয়মান, আছেন মেহজাবীনও

মনোয়ন পেয়ে উচ্ছ্বসিত সাদিয়া আয়মান। ছবি: সংগৃহীত

মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৪-এর সীমিত দৈর্ঘ্যের কাহিনিচিত্র বিভাগে মনোনয়ন পেয়েই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তরুণ অভিনয়শিল্পী সাদিয়া আয়মান।

‘রোদ বৃষ্টির গল্প’ কাহিনিচিত্রে অনবদ্য অভিনয়ের জন্য মনোনয়ন পেয়েছেন সেরা অভিনেত্রী বিভাগে। মনোনয়ন প্রকাশের পরই এক আবেগঘন প্রতিক্রিয়ায় নিজের অনুভূতির কথা জানিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় সাদিয়া লিখেছেন, ‘এই বছরের মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪-এর সমালোচক বিভাগের জন্য মনোনয়ন পেয়েছি। জুরি বোর্ডের সব সদস্যকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আপনাদের মূল্যায়ন আমার জন্য বড় প্রাপ্তি। পুরস্কার পাই বা না পাই, সেটা বড় কথা না, এ ধরনের মনোনয়ন সামনে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগায়। অভিনন্দন ও কৃতজ্ঞতা ‘‘রোদ বৃষ্টি গল্প’’-এর টিম কে।’

এই একটি পোস্টেই বোঝা যায়, কীভাবে এক নবীন শিল্পী নিজের কাজ দিয়ে জায়গা করে নিচ্ছেন দেশের সবচেয়ে আলোচিত পুরস্কারের আসরে। সাদিয়ার সঙ্গে একই কাহিনিচিত্রে কাজ করেছেন অভিনেতা খায়রুল বাসার, যিনি কাজটির জন্য সেরা অভিনেতার মনোনয়নও পেয়েছেন।

আরও চমকপ্রদ বিষয় হচ্ছে, খায়রুল একই সঙ্গে ‘পরস্পর’ কাহিনিচিত্রেও অভিনয়ের জন্য মনোনীত—অর্থাৎ একসঙ্গে দুটি ভিন্ন কাজের জন্য মনোনয়ন, যা খুব কমই দেখা যায়।

‘পরস্পর’ এবার যেন মনোনয়নের দিক থেকে দৌড়ে অনেকটাই এগিয়ে। চিত্রনাট্য বিভাগে আবদুল্লাহ আল মামুন (কাইকর), রিফাত আদনান পাপন ও সাজ্জাদ হোসেন বাপ্পি; নির্দেশনায় সাজ্জাদ হোসেন বাপ্পি; এবং অভিনেত্রী বিভাগে তাসনিয়া ফারিণ—সব মিলিয়ে চারটি বিভাগে লড়ছে কাজটি।

অন্যদিকে, ‘তিথিডোর’ কাহিনিচিত্রেও রয়েছে শক্তিশালী উপস্থিতি। এখানে চিত্রনাট্যে মনোনয়ন পেয়েছেন জাহান সুলতানা এবং সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন মেহজাবীন চৌধুরী।

এ ছাড়া ‘বুক পকেটের গল্প’ নির্মাণের জন্য জাহিদ প্রীতম, এবং ‘কিছু কথা বাকি’ পরিচালনার জন্য পথিক সাধনও আছেন সেরা নির্দেশকের দৌড়ে।

তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিঃসন্দেহে সাদিয়া আয়মান। নবীন মুখ হয়েও প্রমাণ করছেন অভিনয়ের গভীরতা দিয়ে কেবল জনপ্রিয়তাই নয়, সমালোচকদের মন জয় করাও সম্ভব। এখন শুধু অপেক্ষা, এই স্বীকৃতি পুরস্কারে রূপ নেয় কি না।

আরবি/নক

Link copied!