ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

১২৫ কোটির নতুন ইনিংস শুরু করলেন সৌরভ গাঙ্গুলি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ১১:৩৭ পিএম
নতুন ইনিংসের জন্য রেডি প্রিন্স অব ক্যালকাটা। ছবি: সংগৃহীত

যেখানে পা রাখেন, সেখানেই খেলা ঘুরে যায়। ২২ গজের গডফাদার সৌরভ গঙ্গোপাধ্যায় এবার নামছেন টেলিভিশনের পিচে, একেবারে ডাবল ধামাকা নিয়ে। 

‘দাদাগিরি’র পর এবার স্টার জলসায় ‘বিগ বস বাংলা’র সঞ্চালক হিসেবেও দেখা যাবে দাদাকে—আর এই দুই শো মিলিয়ে তার সঙ্গে হয়েছে প্রায় ১২৫ কোটি টাকার এক বিশাল ও ইতিহাস-গড়া চুক্তি! প্রিন্স অফ কলকাতার এই কামব্যাক যেন ফলো অন ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকানোর সমান।

জি বাংলায় দীর্ঘদিন ‘দাদাগিরি’র সাফল্যের পর এভাবে হঠাৎ চ্যানেল বদল যেন একেবারে ক্যারিয়ারে নতুন পিচ। সৌরভ নিজে যেমন বলেন, ‘আমি সবসময় ক্রিকেটের ২২ গজের বাইরে গিয়েও মানুষের সঙ্গে যোগাযোগ রাখায় বিশ্বাসী। আর স্টার জলসার সঙ্গে নতুন এই কাজ আমায় নতুনভাবে দর্শকদের সঙ্গে যোগাযোগ করতে, তাদের আরও কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করবে।’

দাদা আরও বলেন ‘এটা একটা নতুন ইনিংস। আমি এর আগে যেভাবে, যতটা ভালবাসা দিয়ে সঞ্চালনার কাজটা করেছি, সেই একই রকম ভালবাসা দিয়ে নতুন কাজটাও করব।’

এই চমকপ্রদ ইনিংসে সৌরভের নন-স্ট্রাইকার এন্ডে রয়েছেন তার জীবনসঙ্গিনী ডোনা গঙ্গোপাধ্যায়। তিনি আনন্দবাজার-কে বলেন, ‘সত্যি বলতে আমি বিষয়টা নিয়ে খুব বেশি কিছু জানি না। আমি ‘বিগ বস’ খুব বেশি দেখিওনি সত্যি বলতে। তবে যতটুকু দেখিছি তাতে জানি না নতুন অনুষ্ঠান কী ভাবে সাজানো হবে। আমি খুব এক্সাইটেড। কেমন ভাবে সবটা হচ্ছে দেখতেও খুব আগ্রহী। একেবারে নতুন একটা অনুষ্ঠান। মহারাজ শো করলে সকলেই দেখতে খুব পছন্দ করেন। আমার তরফ থেকে তাই অনেক শুভেচ্ছা সৌরভ ও গোটা টিমের জন্য।’

সঙ্গে হেসে যোগ করেন, ‘ও নিজে তো খুব একটা ঝগড়া করে না। তবে কেউ ঝগড়া করলে ও ভীষণ ভালো সেটা সামলাতেও পারে। তাই সবমিলিয়ে বেশ ভালোই হবে মনে হচ্ছে।’

দর্শকদের উত্তেজনা তুঙ্গে। ‘দাদাগিরি’তে তিনি যেভাবে ক্যামেরার সামনে ব্যাট ধরেছিলেন, এবার ‘বিগ বস বাংলা’-তে হয়তো দরজার ভেতরের ড্রামা সামলাতে দেখা যাবে ক্যাপ্টেন কুল স্টাইলে! স্টার জলসার এক মুখপাত্র টাইমস অফ ইন্ডিয়া-কে বলেন, ‘দাদাকে পেয়ে আমরা উচ্ছ্বসিত। বাংলা টেলিভিশনে একটা নতুন ইতিহাস তৈরি করতে চলেছি। দুই আইকনিক শো এবং একজন কিংবদন্তি ব্যক্তিত্ব—এটাই আমাদের নতুন ইনিংসের সূচনা।’

২০০৭ সালে ক্রিকেটকে বিদায় জানালেও, সৌরভ গঙ্গোপাধ্যায় কখনই আউট হননি মানুষের মন থেকে। বিজ্ঞাপন, টিভি শো, ক্রিকেট বোর্ড—সব জায়গায় দাদার সাইলেন্ট অথরিটি স্পষ্ট। এবার স্টার জলসার এই নতুন চুক্তি যেন তার ক্যারিয়ারের টেলিভিশন অধ্যায়ে সেরা কভার ড্রাইভ। নতুন দাদাগিরি ও নতুন বিগ বস—দুটোই যদি হিট করে, তবে বলা যায়, সৌরভ গঙ্গোপাধ্যায় আরেকবার ম্যান অফ দ্য ম্যাচ হবেন, তবে এবার টিভির গ্যালারিতে।

সব মিলিয়ে বলাই যায়—এই ইনিংসটা রোমাঞ্চে ভরা, আর দাদার ব্যাটে ছক্কা না পড়া পর্যন্ত খেলা থামছে না!