বাংলাদেশের ঈদুল ফিতরের মূল আকর্ষণ ছিল শাকিব খান অভিনীত ‘বরবাদ’। মুক্তির প্রথম সাত দিনেই দেশজুড়ে ২৭.৪৩ কোটি টাকা টিকিট বিক্রি করে ছবিটি ভেঙে দেয় ‘প্রিয়তমা’র এক মাসের রেকর্ড। ১২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি এখনো চলমান দেশের ১১২টি সিনেমা হলে। ঈদের ছুটির পরেও দেশের মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে ছবিটি যাচ্ছে প্রতিদিন হাউসফুল শো নিয়ে।
এতদিন দেশেই সাফল্যের পতাকা ওড়ানো ‘বরবাদ’ এবার পা রাখল আন্তর্জাতিক মাটিতে। ১৮ এপ্রিল মুক্তি পেয়েছে যুক্তরাষ্ট্রে, ১৯ এপ্রিল কানাডায়, আর এরইমধ্যে ছবিটি হাউসফুল চলছে ইতালির রোমেও। এই আন্তর্জাতিক মুক্তির মাধ্যমেই আনুষ্ঠানিক যাত্রা শুরু করল শাকিব খানের প্রযোজনা সংস্থা এসকে ফিল্মসের বৈশ্বিক শাখা—এসকে ফিল্মস ইউএসএ।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসকে ফিল্মস ইউএসএ জানায়, ‘বরবাদ’ যুক্তরাষ্ট্রে প্রথম সপ্তাহে ৩৫-৪০টি প্রেক্ষাগৃহে চলবে, যার মধ্যে রয়েছে নিউ ইয়র্ক, বোস্টন, ফিলাডেলফিয়া, মিশিগান, লস অ্যাঞ্জেলেস, আটলান্টা, ওয়াশিংটন ডিসি, সান ফ্রান্সিসকোসহ প্রবাসী বাঙালিপূর্ণ শহরগুলো। কানাডাতেও তিনটি শহরে চলছে ছবিটি—টরন্টো, মনট্রিয়ল ও ওটাওয়া।
ছবিটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়, এটি তার প্রথম পরিচালিত চলচ্চিত্র। প্রযোজনা করেছে রিয়েল এনার্জি প্রোডাকশন। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। আরও আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, জিশু সেনগুপ্ত, শাহিদুজ্জামান সেলিমসহ অনেকে। আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান।
এছাড়া, ‘বরবাদ’ ছবিটি জায়গা করে নিয়েছে আইএমডিবির টপ ১০০ মোস্ট পপুলার মুভিজ তালিকায়, যেখানে এর অবস্থান ৪৪তম। আইএমডিবিতে ছবিটির রেটিং ৭.৪।
এসকে ফিল্মস ইউএসএ এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘বাংলা সিনেমাকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরতেই আমাদের এই উদ্যোগ। আমরা নিয়মিতভাবে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও অস্ট্রেলিয়ায় বাংলা সিনেমা পরিবেশনের প্রস্তুতি নিচ্ছি।’’
দেশীয় একটি ছবি আন্তর্জাতিকভাবে এভাবে মুক্তি পাওয়া নিঃসন্দেহে বড় অর্জন। এর মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রের জন্য খুলে যাচ্ছে নতুন বাজারের দরজা—যেখানে প্রবাসী বাঙালিরাই শুধু দর্শক নন, বরং নতুন প্রযোজক ও বিনিয়োগকারীরাও হতে পারেন আগ্রহী। এই যাত্রা যদি টেকসই হয়, তবে ভবিষ্যতে আরও বড় পরিসরে আন্তর্জাতিক বাজারে বাংলা সিনেমার পথ সুগম হবে বলে মনে করছেন অনেকে।