বলিউড যেন ফের একবার রাজমুকুট পরে উঠল! লক্ষ্মণ উটেকার পরিচালিত ‘চাভা’ এখন আর কেবল পর্দার সিনেমা নয়, হয়ে উঠেছে একেকটা ইতিহাসের পালা।
মারাঠা সাম্রাট ছত্রপতি সাম্ভাজি মহারাজের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত এই ছবি এখন রীতিমতো ঝলসে উঠেছে ৬০০ কোটির বিজয়স্তম্ভে। ‘পুষ্পা ২’ আর ‘স্ত্রী ২’-এর পর এবার এই রাজসিক যাত্রায় পা রাখল ভিকি কৌশলের ‘চাভা’।
তবে এইখানেই টুইস্ট—এটি বলিউডি ইতিহাসে প্রথম নন-সিক্যুয়েল হিন্দি ছবি, যা ছুঁয়ে ফেলেছে এই চূড়ান্ত লক্ষ্যমণি। তাই গসিপের পাতায় আগুন লাগা স্বাভাবিক!
ভিকির কাঁধে যেন রাজদণ্ড তুলে দিয়েছিল পরিচালক, আর তিনি সেই দায়িত্বে একটুও পিছু হটেননি। যেভাবে ছবিটা দাপিয়ে বেড়াচ্ছে বক্স অফিস, তাতে মনে হচ্ছে সম্রাট সাম্ভাজি যেন আবার ফিরে এসেছেন রুপালি পর্দায়! আর পাশে ছিলেন রেশমি মন্দানা—‘যেসুবাই ভোঁসলে’র চরিত্রে যিনি যেন রাজমহলের প্রজ্ঞা আর প্রেমের মিশেল।
ভিকির বাবা, বলিউডের খ্যাতনামা অ্যাকশন ডিরেক্টর শ্যাম কৌশল নিজেই পতাকা ওড়ালেন সাফল্যের। সোশ্যাল মিডিয়ায় লিখলেন—‘৬০০ নট আউট!’ সঙ্গে জুড়ে দিলেন চিরায়ত পাঞ্জাবি প্রবাদ—‘শুকর রাব দা, তে সব দা!’
ট্রেড বিশ্লেষক তারণ আদর্শ বলছেন, ছবির হিন্দি ভার্সন এখনো পুরোপুরি ৬০০ ছোঁয়নি ঠিক, তবে স্যাকনিল্ক অনুযায়ী আয় ৫৮৫ কোটির গণ্ডি পেরিয়ে গেছে।
আর সব ভাষা মিলিয়ে ভারতের ঘরোয়া বাজারে আয় ৬০০ কোটি ছুঁয়েছে অনেক আগেই। কইমই-র রিপোর্ট বলছে, বিশ্বের বুকে ছবির আয় এখন ৮০০ কোটিরও বেশি—মানে ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে ‘চাভা’ই এখন রাজাসন দখল করে আছে।
গল্পটা এমন এক রাজপুত্রের, যিনি শত্রুদের সামনে মাথা নত না করে আত্মবলি দিয়েছিলেন দেশের জন্য। সেই গল্পের প্রতিটি ফ্রেমে ছিল আগুনের আঁচ, প্রতিটি সংলাপে ছিল যুদ্ধের ঘর্ঘর শব্দ। আর তার সঙ্গে যখন জুড়ে যায় এ আর রহমানের সংগীত, তখন ছবিটা যেন শুধু দেখা নয়, হৃদয়ে শোনা যায়!
অভিনয়ে ছিলেন অক্ষয় খান্না, আশুতোষ রানা, দিব্যা দত্ত—যারা প্রত্যেকেই যেন চরিত্রের মোহর হয়ে বসেছেন রুপালি দরবারে। এমনকি গানের কলি সাজিয়েছেন ইরশাদ কামিল, যিনি যেন শব্দ দিয়ে এঁকেছেন যুগের পালা।
‘প্রিন্স অফ মারাঠা’র এই গল্প বক্স অফিসে যেন কাব্য হয়ে উঠেছে। কেউ পোস্ট করছেন সোনার মুকুট, কেউ করছেন থালাবাজি। রেশমি মন্দানা নিজেই ইনস্টাগ্রামে লিখেছেন—‘তোমরা আমাদের হাসতে বাধ্য করো!’—এই তো চাই, এক রাজরসিক আমেজ!
আর বলিউডের হিটলিস্টে এখন রাজচক্রের মুকুট পরে বসে আছে ‘চাভা’। পেছনে ফেলে দিয়েছে ‘জওয়ান’, ‘গদর ২’, এমনকি ‘পাঠান’—দাওয়া যে ঠিক জায়গায় পড়েছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না।
ট্রেড বিশ্লেষকেরা বলছেন, এই রাজযাত্রা এখনো থামেনি। ভিকি কৌশল যে এবার ময়দানে নেমেছিলেন ছত্রপতির মতো, তা তো আর আলাদাভাবে বলার দরকার পড়ে না—এই যুদ্ধ তিনি জিতেছেন, একেবারে ‘যুদ্ধজয়ী রাজপুত্র’-এর মতো!
আপনার মতামত লিখুন :