কাশ্মীরের পেহেলগামের স্বপ্নঘেরা সৌন্দর্যের ওপর যেন হঠাৎ নেমে আসে মৃত্যু। গত মঙ্গলবার সেখানকার এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণ হারান ২৬ জন নিরীহ পর্যটক। সেই বিভীষিকাময় ঘটনার রেশ এখনো কাটেনি। গোটা ভারত শোকস্তব্ধ, ক্ষুব্ধ।
শোক প্রকাশে পিছিয়ে থাকেননি বলিউডের তারকারাও। কিন্তু সেই আবেগেই যেন ছড়িয়ে পড়েছে ভুলের আগুন—আর তার আগুনে ঝলসে উঠেছেন দক্ষিণী অভিনেত্রী ইমান ইসমাইল, যিনি সম্প্রতি ‘ফৌজি’ সিনেমায় প্রভাসের বিপরীতে অভিনয় করে আলোচনায় এসেছেন।
ভারতে বসেই কাজ করছেন, তবু ইমানকে নিয়ে শুরু হয়েছে ‘পাকিস্তানি মেয়ে’ বলে চিহ্নিত করার প্রচার। এক শ্রেণির নেটাগরিকের দাবি, তার নাম নাকি ইমানভি নয়, ইমান ইসমাইল। কেউ কেউ বলছেন, তিনি নাকি এক পাকিস্তানি সেনা কর্মকর্তার কন্যা।
এমনকি বলা হচ্ছে, হামলার আগে পর্যন্ত তার সোশ্যাল মিডিয়া বায়োতে পাকিস্তানের পতাকা ছিল, যা তিনি পরে সরিয়ে ফেলেছেন। এমন পরিস্থিতিতে ইমানের বিরুদ্ধে উঠেছে বয়কটের ডাক, কেউ কেউ তো ‘ভারত ছাড়ো’ হুমকিও দিয়ে ফেলেছেন।
এ উত্তপ্ত বিতর্কের জবাব দিতে অবশেষে ইনস্টাগ্রামে মুখ খোলেন ইমান নিজেই। সেই দীর্ঘ বিবৃতিতে তিনি লেখেন, ‘কাশ্মীরের পেহেলগামে যা ঘটেছে, তার তীব্র নিন্দা করি। এ ঘটনায় নিহতদের প্রতি আমার গভীর সমবেদনা। নিরপরাধ প্রাণহানির কোনো যুক্তি হয় না, এই দুঃখভারী মুহূর্তে আমি প্রার্থনা করি একতা ও সহমর্মিতার জন্য।’
এরপরই তিনি সংযোজন করেন, ‘আমার পরিচয় নিয়ে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়ানো হয়েছে। আমার পরিবার বা আমি, কেউই পাকিস্তানের সেনাবাহিনী বা সরকারের সঙ্গে যুক্ত নই। আমি একজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান, জন্ম লস অ্যাঞ্জেলেসে, বেড়ে ওঠা সেখানেই।’
ইমান আরও লেখেন, ‘হিন্দি, তেলেগু, গুজরাটি ও ইংরেজি ভাষায় স্বচ্ছন্দ আমি। আমার শিকড় ভারতে, আর আমার শিল্পচর্চার মধ্য দিয়ে আমি বরাবরই চেষ্টা করেছি সংস্কৃতি ও মানবতার বন্ধন জোরদার করতে। যারা ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন, তাদের বলছি—ঘৃণা নয়, ভালোবাসা ছড়ান।’
ইনস্টাগ্রামের এ পোস্টের পরও বিতর্ক থামেনি। কেউ লিখেছেন, ‘উনি আমার ডান্স মেন্টর ছিলেন। আমি জানি ওনার আসল নাম ইমান ইসমাইল, উনি হাফ পাকিস্তানি, সেটা নিজেই বলেছিলেন।’
আরেকজনের অভিযোগ, ‘২০২১ সাল থেকে তাকে ফলো করি, তখন তার বায়োতে পাকিস্তানের পতাকা ছিল।’
কেউ কেউ আরও একধাপ এগিয়ে মন্তব্য করেছেন, ‘নতুন নাম, নতুন মুখ—কিন্তু ছায়া পিছু ছাড়ছে না। ইমান ইসমাইল থেকে ইমানভি—এটা শুধুই প্রচার কৌশল, শিল্প নয়।’
এ বিতর্কের কেন্দ্রে থাকা ‘ফৌজি’ সিনেমাটি একটি পিরিয়ড অ্যাকশন ফিল্ম, পরিচালনা করছেন হনু রাঘবপুড়ি। এতে প্রভাস ও ইমানভি মুখ্য ভূমিকায় অভিনয় করবেন। শিগগিরই শুরু হবে সিনেমার শুটিং। এর আগেই এ বিতর্ক নতুন করে আলোচনায় এনে দিল সিনেমাটিকে।
আর ইমান? বিতর্কের মধ্যেই বলছেন, ‘আমি ভারতীয় বংশোদ্ভূত, গর্বিত শিল্পী। আমার কাজের মাধ্যমে আমি সেই উত্তরাধিকার বহন করতে চাই, যেখানে সংস্কৃতি বিভাজনের নয়, মিলনের সেতু।’
এখন দেখার বিষয়, এ বিতর্ক তার ক্যারিয়ারের পথে কাঁটা হয়ে দাঁড়ায়, না কি তাতেই আরও শান পায় তার উপস্থিতি।