ভালো নেই বরেণ্য যাত্রা শিল্পী জ্যোৎস্না বিশ্বাস। অনেকদিন ধরেই আর্থ্রাইটিসে ভুগছেন গুণী এই শিল্পী।
সম্প্রতি হাঁটুর ব্যথা বাড়ায় কানাডার টরেন্টোর মাইকেলগ্যারন হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানেই তার হাঁটুর অপারেশন চলছে বলে নিশ্চিত করেছেন তার মেয়ে জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস। তার সঙ্গে আছেন ভাই নাট্য নির্মাতা প্রসূন বিশ্বাস মিঠু।
এক ফেসবুক পোস্টে মায়ের জন্য দোয়া চেয়ে এই অভিনেত্রী লিখেন, ‘যাত্রা সম্রাজ্ঞী জ্যোৎস্না বিশ্বাসের হাঁটুর অপারেশন চলছে, মা যেনো দ্রুত সুস্থ হয়ে ওঠেন। সবাই প্রার্থনা করবেন।’
এরপর অরুণা বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে কানাডা থেকে তিনি দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘দীর্ঘদিন ধরেই মা আর্থ্রাইটিসে ভুগছেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের জয়েন্ট, হাঁটুতে ক্ষয় হয়। মায়েরও তাই হয়েছে৷ নতুন হাঁটু প্রতিস্থাপন করা হচ্ছে। সবাই মায়ের জন্য আর্শীবাদ করবেন।’
দেশের যাত্রা শিল্পের যাত্রা সম্রাজ্ঞী জ্যোৎস্না বিশ্বাস। স্বনামেই পরিচিত তিনি। তার স্বামী স্বর্গীয় অমেলন্দু বিশ্বাস ছিলেন এই দেশের যাত্রা শিল্পের যাত্রা সম্রাট।
১৯৮৯ সালে অমলেন্দু বিশ্বাসকে একুশে পদকে (মরণোত্তর) ভূষিত করা হয়। ২০১১ সালে জ্যোৎস্না বিশ্বাসকে একুশে পদকে ভূষিত করা হয়। দু’জনকেই যাত্রা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ পান একুশে পদক।
আপনার মতামত লিখুন :