সম্প্রতি ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী আবারও আলোচনায় এসেছেন এক চমকপ্রদ মন্তব্যের জন্য। সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে একটি ফেসবুক পোস্টে ঋত্বিক মজার ভাষায় তাকে পরোক্ষভাবে ‘গাধা’ বলে উল্লেখ করেছেন।
শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে এক পোস্টে এই অভিনেতা লেখেন, ‘ধরুন একটা গাধার নাম দিলেন ময়ূর আর তাকে কালারফুল করতে পাশে বসালেন রঞ্জন, তাহলে পুরোটা হলো ‘ময়ূররঞ্জন’।’
পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। পোস্টটি নিয়ে হাসির রোল পড়ে যায় সামাজিক মাধ্যমে। কেউ কেউ এটিকে ‘বছরের সেরা স্যাটায়ার পোস্ট’ হিসেবে অভিহিত করেছেন।
ময়ূখ রঞ্জন ঘোষের বিতর্কিত কর্মকাণ্ডের প্রতি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষও অসন্তুষ্ট। অনেকেই অভিনেতার মন্তব্যের সঙ্গে একমত হয়ে মন্তব্য করেছেন, ‘একদম ঠিক বলেছেন’ এবং ‘এসব আজেবাজে লোকদের নিয়ে চিন্তা করা বন্ধ করেন’।
ময়ূখ রঞ্জন ঘোষ ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর, তার বিতর্কিত মন্তব্যের কারণে এখন শুধু বাংলাদেশের মানুষই নয়, ওপার বাংলার তারকারাও তাকে নিয়ে সমালোচনা করছেন।
এর আগে, ময়ূখের সঙ্গে ছবি তুলে বিপাকে পড়েছিলেন অভিনেতা দেব এবং রুক্মিণী মিত্র। অবশ্য, ঋত্বিকের ওই পোস্টের সঙ্গে একমত তার অনেক ভক্তও। এক নেটিজেন লিখেছেন, ‘দারুণ, অসাধারণ উপমা’।
আপনার মতামত লিখুন :