ঢাকা শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

পরীমণির হাতে ৩ ছবির কাজ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৫, ১০:১৬ পিএম
ফটোশ্যুট, পরিবার, বিজ্ঞাপনের পাশাপাশি নতুন চলচ্চিত্র নিয়েও ব্যস্ত পরীমণি। ছবি: সংগৃহীত।

রাত গভীর। সমুদ্রের ঢেউ থেমে গেলেও পরীমণির মনে তখনো উত্তাল ঢেউ। শুয়ে ছিলেন, চোখ বন্ধ করেই মনে পড়ল—সিনোপসিসটা পড়া বাকি। একবার হাতে নিয়েই আর থামা গেল না।

৩ থেকে ৫ মিনিটে সিনোপসিস শেষ করে শুরু করেন মূল স্ক্রিপ্ট পড়া। একটা পড়ে মন ভরেনি, পড়ে ফেলেন আরও দুটি! 

কক্সবাজারে পরিবারের সঙ্গে এখন সময় কাটাচ্ছেন পরীমণি। সেই সঙ্গে ফটোশ্যুট আর ব্র্যান্ড এনডোর্সমেন্টের পাশাপাশি নিজের ম্যানেজার তুরানের জন্মদিনও পালন করে ফেললেন ক’দিন আগেই। 

কাজের স্বীকৃতিও কুড়াচ্ছেন দু’হাতে। সম্প্রতি ওটিটি ক্যাটাগরিতে একুশে টেলিভিশন-ইটিভি–৪র্থ বিআইএফএ এওয়ার্ড (সেরা ওটিটি কন্টেন্ট) এবং ২০২৫ মেরিল প্রথম আলো (সেরা ওটিটি অভিনেত্রী) পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন এ চিত্রনায়িকা। 

ছুটিতে ছেলে-মেয়েকে সারাদিন খেলাধুলা আর হৈ-হুল্লোড়ে ব্যস্ত রাখছেন, যাতে রাতের ঘুমটা হয় নিরবচ্ছিন্ন। কিন্তু রাতে ঘুমাতে গিয়েই যখন মনে পড়ে স্ক্রিপ্টের কথা, তখন আর কিছুতেই মন বসে না।  

গত ২২ এপ্রিল নিজের ফেসবুক পেজে পরীমণি লেখেন, ‘এমন এক স্টোরি পড়লাম যেটা মাথা থেকে বের করতে আরও দুইটা ফুল স্ক্রিপ্ট পড়ে ফেলছি আমি!’  

এ পোস্টের মাধ্যমে যেন নতুন কাজের ইঙ্গিতই দেন তিনি। কয়েক মাস আগে ‘গোলাপ’ নামের একটি ছবিতে যুক্ত হওয়ার খবর মিলেছিল। তবে তিনটি স্ক্রিপ্টের প্রসঙ্গ এনে বুঝিয়ে দেন, সামনে আরও কিছু আছে।  

ব্যক্তিজীবন নিয়ে এখনো কম আলোচনা নেই। একদিকে সংসার, সন্তান, ক্যারিয়ার—সবকিছু সামলাচ্ছেন। অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় ঘন ঘন ছড়িয়ে পড়ে একাধিক ইঙ্গিতপূর্ণ পোস্ট।

প্রেমের গুঞ্জন ঘিরে চলছে ফিসফাস। সাম্প্রতিক সময়ে প্রেমিক শেখ সাদীকে ঘিরে উঠেছে ব্ল্যাকমেইল আর বিচ্ছেদের ‘আশঙ্কার’ কথাও।  

বিচারাধীন গৃহকর্মী পিংকির করা নির্যাতন মামলা ও নিজের করা পাল্টা মামলার কারণে পরীমণির চারপাশে আইন আদালতের ঝামেলা এখনো চলমান। তবে তাতেও যেন থেমে নেই তিনি।  

অনেকে মনে করেন, আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে ইচ্ছা করেই বিতর্কের আশ্রয় নেন পরীমণি। আবার কেউ বলেন, ‘তিনি আসলে এক যোদ্ধা, নিজের মতো করে ছন্দে ফেরেন।’  

একজন নির্মাতা একটি গণমাধ্যমে বলেন, ‘নানা আলোচনার মধ্যেও পরীমণির প্রতি প্রযোজকদের আস্থা এখনো অটুট।’ 

অপর একটি সংবাদমাধ্যম তাদের এক লেখায় উল্লেখ করে, ‘পরীমণি বিতর্কে থাকেন, তাতে কী! কাজ কিন্তু করেই যান। এ মনোযোগই তাকে আলাদা করে।’  

তাহলে কি এ তিন স্ক্রিপ্ট নিয়ে তিনি ফিরছেন একদম নতুন মেজাজে? সমুদ্রের ধারে সন্তানদের নিয়ে ঘোরাঘুরির ফাঁকে হয়তো নিজের পরবর্তী চরিত্রগুলোর ছক এঁকেই ফেলছেন পরীমণি। তার জীবন যেমন সিনেমার মতো, ক্যারিয়ারেও যেন একেকটা দৃশ্য বদলে যাচ্ছে নতুন চমকে।  

এবারের ইনিংসে তিনি কেমন খেলেন, সেটি দেখার জন্য দর্শকরা অপেক্ষায় থাকতেই পারেন। কারণ এ নায়িকা জানেন, আলোচনার কেন্দ্রে থাকতেই হয়। তবে কাজ দিয়েই তা করে দেখাতে হয়—এটি পরীমণি ভালোই জানেন।