ডা. জাহাঙ্গীর কবির ও ডা. তাসনিম জারার বিরুদ্ধে সরকারকে পাঠানো আইনি নোটিশ ঘিরে যখন সামাজিক যোগাযোগমাধ্যম সরগরম, তখন নিজের ক্ষোভ প্রকাশ করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।
সামাজিক মাধ্যমে এক পোস্টে ফারিয়া লিখেছেন, ‘ধীরে ধীরে এই দেশ মেধাশূন্য হয়ে পড়ছে।’
তার ভাষ্য অনুযায়ী, এই দেশ থেকে আগেই অনেক মেধাবী মানুষ চলে গেছেন, আর যারা ফিরে এসেছেন, তারাই নানা প্রতিবন্ধকতার মুখে পড়ছেন।
পোস্টে তিনি লেখেন, ‘অবশেষে সরকার যখন বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে বিবেচনা করার জন্য উদ্যোগী হচ্ছে, ঠিক তখনই আপনারা এমন একজন মেয়েকে আইনি নোটিশ পাঠাচ্ছেন, যিনি এ বিষয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করছেন।’
ফারিয়া সরাসরি ডা. তাসনিম জারার প্রসঙ্গ টেনে বলেন, ‘তিনি এমন একজন যিনি আন্তর্জাতিক সুযোগ প্রত্যাখ্যান করে এ দেশের জন্য কাজ করতে এসেছেন। পাশাপাশি সচেতন এবং সুস্থ প্রজন্ম গড়ে তুলতে সাহায্য করার জন্য এসেছেন। আর আপনারা এভাবেই তার প্রতিদান দিচ্ছেন?’
সবশেষে অভিনেত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘যে ক’জন ফিরে এসে পরিবর্তন আনার চেষ্টা করছেন, তাদের মুখ বন্ধ করার চেষ্টা বন্ধ করুন। তাদের আপনাদের পরবর্তী উপহাসের পাত্র বানাবেন না।’
সমাজে যারা প্রগতির বার্তা দিতে চান, তাদের প্রতি এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেই তিনি জানান দিয়েছেন—এ দেশের ভবিষ্যৎ নিয়ে তার হতাশা কতটা গভীর।
আপনার মতামত লিখুন :