ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শিরিন শিলা গত বছরের অক্টোবরে ছয় বছরের প্রেমের পরিণতি টানেন। প্রেমিক আবিদুল মোহাইমিন সাজিলকে বিয়ে করেন তিনি।
বিয়ের পর থেকেই এই জুটি দারুণ সুখে সময় কাটাচ্ছেন।
নিজেদের প্রেমের গল্প নিয়ে বরাবরই খোলামেলা ছিলেন শিরিন শিলা ও সাজিল। ছয় বছরের সম্পর্কের বাঁকে জমেছে অসংখ্য স্মৃতি আর গল্প।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শিরিন শিলা জানান, তাদের পরিচয় হয়েছিল এক বান্ধবীর মাধ্যমে।
অভিনেত্রী বলেন, ‘আমার খুব কাছের এক বান্ধবী ছিল। সাজিল ছিল তার বয়ফ্রেন্ডের বন্ধু। বান্ধবী যখন তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যেত, একদিন আমাকে সঙ্গে নিয়ে গেল। তখনই সাজিলের সঙ্গে প্রথম দেখা। এরপর আস্তে আস্তে পরিচয়, হাই-হ্যালো আর কথোপকথন শুরু হয়।’
প্রথম দিকের খুনসুটি নিয়েও কথা বলেন শিলা। তিনি বলেন, ‘শুরুতে আমাদের প্রচুর ঝগড়া হতো। সাজিলের একটা সমস্যা ছিল ও খোঁচা মেরে কথা বলত। আরেকটা বাজে অভ্যাস ছিল, মানুষকে একটু পচাত। তখন কিছু বলতাম না, এখন তো বিয়ে হয়ে গেছে, তাই শ্বশুর-শাশুড়ির কাছে বিচার দেই!’
বিয়ের আগে ও পরে জীবনের পার্থক্য প্রসঙ্গে শিলা বলেন, ‘পরিবর্তন একটাই, আগে প্রেম করতে হতো চুপিচুপি আর এখন প্রকাশ্যে। এখন আর কোথাও যেতে লুকাতে হয় না।’
বিয়ের পরের জীবন কেমন কাটছে জানতে চাইলে হাসিমুখে নায়িকার উত্তর, ‘খুবই মজা’।
আপনার মতামত লিখুন :