‘আশিকি’ সিরিজের প্রথম ছবি মুক্তি পেয়েছিল ১৯৯০ সালে। তাতে অভিনয় করেছিলেন রাহুল রায় ও আনু আগরওয়াল। ছবির জুটি ও গানও সাড়া ফেলেছিল। তবে ‘আশিকি ২’ মোড় ঘুরিয়েছিল বলিউডের। বহু বছর পরে বক্স অফিসে আলোড়ন ফেলেছিল এই নিখাদ প্রেমের কাহিনি।
শ্রদ্ধা কাপুর ও আদিত্য রায় কাপুরের রসায়নে মুগ্ধ হয়েছিল ২০১৩-র দর্শক। ছবির একাধিক গান আজও রয়েছে হিট তালিকায়। শ্রদ্ধা-আদিত্যের ‘আশিকি ২’ ছাড়িয়ে গিয়েছিল প্রথম ছবির জনপ্রিয়তা। এই সাফল্যের পিছনে শ্রদ্ধা কাপুরের সারল্যে ভরা মুখ ছিল অন্যতম হাতিয়ার। দর্শকের মন কেড়েছিল নায়িকার নিষ্পাপ সৌন্দর্য।
তাই এই ছবির সিকুয়েল ‘আশিকি ৩’ নিয়ে প্রথম থেকেই মানুষের আগ্রহ ছিল তুঙ্গে। জানা গিয়েছিল, পরের ছবিতে কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বাঁধবেন তৃপ্তি ডিমরি। কথাবার্তাও সেই মতো এগিয়েছিল দুই তারকার সঙ্গে। কিন্তু ‘আশিকি ৩’ থেকে হঠাৎই বাদ পড়লেন তৃপ্তি।
ছবির নির্মাতাদের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগের দুই ছবির অভিনেত্রী, অর্থাৎ আনু আগরওয়াল ও শ্রদ্ধা কাপুরের মুখে ছিল সারল্যের ছাপ। তৃপ্তি দিমরির মুখও অনেকটা তেমনই। তাই প্রাথমিকভাবে তাঁকে বাছা হয়েছিল এ চরিত্রের জন্য। কিন্তু গত দু’বছরে একের পর এক ছবিতে সাহসী দৃশ্যে অভিনয় করেছেন তৃপ্তি। তাই তাঁকে সহজ-সরল নায়িকার চরিত্রে দর্শক গ্রহণ করবে না বলে মনে করছেন নির্মাতারা। নায়িকার কাজ হাতছাড়া হল, শুধু তা-ই নয়, আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হচ্ছে ছবির কাজ। খোঁজ চলছে নতুন নিষ্পাপ মুখের?
নির্মাতা সংস্থার সূত্র আরও বলেছে, ‘তৃপ্তি এই ছবি নিয়ে খুবই উচ্ছ্বসিত ছিলেন। এমন একটি প্রেমের গল্পে অভিনয় করার ইচ্ছা ছিল তাঁর। কিন্তু সেটা বাস্তবায়িত হচ্ছে না। ছবির কাজও পিছিয়ে গেল।’ খুব সম্ভবত, ফ্রেবুয়ারি মাসে ফের এই ছবির কাজ শুরু হবে বলে জানিয়েছেন সেই সূত্র।
তৃপ্তিকে শেষ দেখা গিয়েছে, ‘ভুল ভুলাইয়া ৩’, ‘ভিকি বিদ্যা কা উয়োওয়ালা ভিডিয়ো’ ও ‘ব্যাড নিউজ’ ছবিতে।
আপনার মতামত লিখুন :