ঢাকা বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫

হোটেলে মিলল অভিনেতার মরদেহ

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৪, ০৮:৪৪ পিএম

হোটেলে মিলল অভিনেতার মরদেহ

ছবি, সংগৃহীত

আউটডোর শুটিং করতে গিয়ে দুই দিনের বিরতিতে ঘটে অঘটন। দুইদিন অভিনেতাকে রুম থেকে বেরতে না দেখেই সন্দেহ হয় হোটেলের কর্মীদের। পরে পচা গন্ধ পেয়ে রোববার (২৯ ডিসেম্বর) সকালে হোটেলকক্ষের দরজা ভেঙে উদ্ধার হয় জনপ্রিয় মালায়ালাম চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা দিলীপ শঙ্করের মরদেহ।

ভারতের তিরুবন্তপুরমে একটি ধারাবাহিকের শুটিং করতে গিয়েছিলেন তিনি। চার দিন আগে তিনি হোটেলের কক্ষটি ভাড়া নিয়েছিলেন। গত দু‍‍`দিন ধরে তাকে বাইরে দেখা যায়নি। এছাড়া সহকর্মীরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন।

সেই ধারাবাহিকের নির্মাতা ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, শুটিংয়ে সাময়িক বিরতি ছিল। তাই দুইদিন আগে শেষবার সেটে এসেছিলেন দিলীপ। ফের শুটিংয়ে যোগ দেওয়ার জন্য তিরুবন্তপুরমেরই একটি হোটেলে থেকে যান। কিন্তু দুইদিন বাদে তার মৃত্যুর খবর মেলে।

এদিকে দিলীপ শঙ্করের সহ-অভিনেতারা জানিয়েছেন, বিগত কয়েক দিন ধরেই নানারকম শারীরিক সমস্যায় ভুগছিলেন অভিনেতা। পুলিশ ইতিমধ্যেই অভিনেতার মৃত্যুর কারণ খুঁজতে তদন্তে নেমেছে।

হোটেল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, ঘর থেকে পচা গন্ধ বের হতেই কর্মীরা তড়িঘড়ি গিয়ে দরজা ভেঙে অভিনেতার মরদেহ উদ্ধার করে। সূত্র, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Link copied!