ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। রায়হান রাফির পরিচালনায় ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে গত বছরের জুনে তার বড় পর্দায় অভিষেক হয়। সিনেমাটি পাল্লা দিয়েছিল শাকিব খানের ‘প্রিয়তমা’র সঙ্গে। এরপর আর নতুন সিনেমার খবরে পাওয়া যায়নি তাকে। সিনেমার জন্য কমিয়ে দেন নাটকের কাজ।
দীর্ঘ বিরতি পেরিয়ে আফরান নিশো আবারও ফিরছেন বড় পর্দায়। এই অভিনেতার দ্বিতীয় সিনেমার নাম ‘দাগী’। কয়েকদিন আগে পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধন করা হয়েছে।
চলতি বছরের শুরুতে ভারতের এসভিএফের সঙ্গে যৌথ আয়োজনে একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ঘোষণা দেয় আলফা আই। সেই প্রতিষ্ঠানে দুটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন নিশো। তার একটি পরিচালনা করছেন শিহাব শাহীন। সিনেমা সংশ্লিষ্ট অনেকেই বলছেন, দাগীর শুটিং শুরু হবে নভেম্বর মাসের মাঝামাঝি। আগামী বছর ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
শিহাব শাহীন পরিচালিত প্রথম সিনেমা ‘ছুঁয়ে দিলে মন’। ‘দাগী’ তার দ্বিতীয় সিনেমা এবং আফরান নিশোরও দ্বিতীয় সিনেমা। ইতোমধ্যে শিহাব শাহীনের পরিচালনায় ‘মরীচিকা’ ওয়েব সিরিজটি দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছে।
আপনার মতামত লিখুন :