আবারও বাবা হলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও দলছুট ব্যান্ডের গায়ক বাপ্পা মজুমদার। আর সুখবরটি তিনি নিজেই জানালেন। বললেন, ‘আবারও কন্যাসন্তানের বাবা হয়েছি। বাবা হওয়ার এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। মা (অভিনেত্রী তানিয়া হোসাইন) ও মেয়ে দুজনেই সুস্থ আছে। সবার মা ও মেয়ের জন্য দোয়া করবেন।’
বাপ্পা জানান, আজ সোমবার সকালে ঢাকার পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেয় তার কন্যা। চিকিৎসক নার্গিস ফাতেমার তত্ত্বাবধানে অস্ত্রোপচার হয় অভিনয়শিল্পী তানিয়া হোসাইনের। বর্তমানে মা ও মেয়ে দুজনই ভালো আছেন।
তিনি আরও জানান, সংসারের নতুন অতিথির নাম এখনো ঠিক করা হয়নি।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৬ মে দুই পরিবারের উপস্থিতিতে বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইনের বাগদান হয়। আর ২৪ জুন একেবারে ঘরোয়া আয়োজনের মধ্যদিয়ে তাদের বিয়ে হয়। ২০১৯ সালের ডিসেম্বরে তাদের কোল আলো করে আসে প্রথম সন্তান অগ্নিমিত্রা মজুমদার পিয়েতা।
আপনার মতামত লিখুন :