মডেল ও অভিনেত্রী আয়শা মারজানা। নিয়মিত বিভিন্ন ব্র্যান্ডের ফটোশুটে অংশ নিচ্ছেন তিনি। বিজ্ঞাপনচিত্রেই তার দেখা মিলছে বেশি। তারই ধারাবাহিকতায় সম্প্রতি প্রাণের জোড়া বিজ্ঞাপনে কাজ করেছেন বলে রূপালী বাংলাদেশকে জানিয়েছেন এই মডেল। একটি ‘আরএফএল সাইন’ অন্যটি ‘প্রাণ লাচ্ছি’। যথাক্রমে বিজ্ঞাপন দুটি নির্মাণ করেছেন মাসুদ জাকারিয়া সাবিন ও হাসান তৌফিক অঙ্কুর। দুটিই বড় বিজ্ঞাপন। যেগুলো শিগগির প্রচারে আসবে।
অভিনয় নিয়ে ভেবে-চিন্তে পা বাড়াচ্ছেন বলে জানান এ গ্ল্যামারকন্যা। সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করছেন আয়েশা মারজানা। ভালো গল্প ও চরিত্রে পেলে সিনেমায় কাজ করবেন তিনি। যদিও এরই মধ্যে একটি সিনেমার কাজ শেষ করেছেন তিনি। নাম ‘রূপকথা নয়’। সিনেমাটি পরিচালনা করেছেন মাসুমা তানি।
এ প্রসঙ্গে আয়শা বলেন, ‘আমরা ২০২১ সালে সিনেমাটির শুটিং শুরু করি। ইতোমধ্যে ডাবিং শেষ হয়েছে। চলতি বছর ডিসেম্বরে সিনেমাটি মুক্তির সম্ভাবনা রয়েছে। এ সিনেমাতে আমার সহশিল্পী জাকিয়া বারী মম ও ইমতিয়াজ বর্ষণ।’
শিগগিরই পুরোদমে অভিনয়ে আসছেন আয়শা মারজানা। এরই মধ্যে বেশ কিছু কাজ নিয়ে কথা হয়েছে। একক নাটক দিয়ে অচিরেই অভিনয়ে নামছেন তিনি।
আপনার মতামত লিখুন :