বরাবরই শাহরুখ খানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আলিয়া ভাটের। এ কারণে শাহরুখ ও আলিয়ার ছবি ‘ডিয়ার জিন্দেগি’ ভক্তমনে ভালই জায়গা করেছিল। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল পর্দায় এই জুটির রসায়ন। শাহরুখের সঙ্গে আলিয়ার সম্পর্কের সমীকরণ বেশ মজার। যদিও শাহরুখের বয়সের অর্ধেক বয়স আলিয়ার।
এদিকে শাহরুখ জানান, আলিয়া তাঁর স্নেহের পাত্রী। তাকে বেজায় শ্রদ্ধা করেন আলিয়া। তবে প্রকাশ্যে সেই আলিয়াই ভরা মজলিশে শাহরুখকে নিয়ে এ কী বলে বসলেন! শাহরুখ খান যখন একটি অ্যাওয়ার্ড শো সঞ্চালনা করছিলেন, তখনই মুখ খোলেন আলিয়া।
একবার এক অনুষ্ঠানে মঞ্চে উপস্থাপনা করছিলেন শাহরুখ খান। সেই অনুষ্ঠানে দর্শক সারিতে বসে ছিলেন আলিয়া ভাট। ভরা মঞ্চে আলিয়া বলেন, তিনি যা বলবেন শাহরুখ কি তাই করতে পারবেন? মুখে হাসি নিয়ে রাজি হয়েছিলেন শাহরুখ খান। জানালেন, হ্যাঁ, তিনি তা করতে পারবেন।
এরপরই সেই বিস্ফোরক মন্তব্য করে বসেন আলিয়া। জানান, শাহরুখ খানকে প্যান্ট খুলতে হবে। শুনে চমকে গিয়েছিলেন শাহরুখ খান। আলিয়াকে পাল্টা প্রশ্ন করে বসেন, কি? এভাবে সবার সামনে? এ কেমন কথা? যদিও মুখের হাসিটা লেগেই ছিল শাহরুখের ঠোঁটে।
নেটিজেনরা বলছেন, ২০১৬ সালের ২৩ নভেম্বর মুক্তি পেয়েছিল শাহরুখ-আলিয়ার ‘ডিয়ার জিন্দেগি’। এ ছবির বিষয় ছিল মানসিক স্বাস্থ্য। ছবিতে দেখানো হয়েছিল নিজের জীবন নিয়ে ‘কনফিউসড’ কাইরা (আলিয়া ভট) সাহায্যের জন্য গিয়েছিলেন এক মানসিক চিকিৎসকের কাছে। তিনি জাহাঙ্গীর খান (শাহরুখ খান) আলিয়াকে কাউন্সেলিং করতে গিয়ে বেশ কিছু টিপস দিয়েছিলেন। এ কারণেই এবার ভরা মঞ্চে ‘কনফিউসড’ কাইরা শাহরুখকে আবারও কানফিউসড করে দিলেন।
সূত্র: টিভি নাইন বাংলা
আপনার মতামত লিখুন :