ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

নারীশক্তির জয়গানের কথা তুলে ধরবেন আলিয়া

রেজাউল করিম খোকন

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৪, ১১:৩৯ এএম

নারীশক্তির জয়গানের কথা তুলে ধরবেন আলিয়া

আলিয়া ভাট। ছবি: সংগৃহীত

তাকে সবশেষ দেখা গেছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ও হলিউডের ‘হার্ট অফ স্টোন’ সিনেমাতে। ফের নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের মন জয় করতে রুপালি পর্দায় হাজির হচ্ছেন আলিয়া ভাট। গত বছরের ১১ আগস্ট মুক্তি পায় ‘হার্ট অফ স্টোন’ সিনেমাটি। এ সিনেমার মাধ্যমে তার হলিউডে অভিষেক হয়েছে। মা হওয়ার পর ফের বড় পর্দায় আসছেন আলিয়া। ইতিমধ্যেই এই অভিনেত্রীর নতুন সিনেমা ‘জিগরা’র প্রমো মুক্তি পেয়েছে।

আগামী ১১ অক্টোবর দুর্গাপূজার সময় মুক্তি পাবে ‘জিগরা’। নতুন রূপে, নতুন ভাবে আলিয়াকে দেখা যাবে এই সিনেমায়। করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ এখন বলিউডের ‘ক্যুইন’। দ্বিতীয় সিনেমা ‘হাইওয়ে’ থেকেই নিজের জাত চিনিয়েছেন আলিয়া ভাট। এক দশকের ক্যারিয়ারে একের পর এক ভিন্ন স্বাদের সিনেমায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন। এবার করণ জোহর প্রযোজিত ‘জিগরা’ সিনেমায় মারকাটারি অবতারে ধরা দিতে চলেছেন আলিয়া।

এই সিনেমায় নারীশক্তির জয়গানের কথা তুলে ধরবেন এই অভিনেত্রী। ভাইয়ের রক্ষার্থে এক দিদি কতদূর যেতে পারে? সেই দুঃসাহসিক গল্পের পর্দায় তুলে ধরবে ‘জিগরা’। অনাথ ভাই-বোনের মান-অভিমান, আগলে রাখার আবেগঘন মুহূর্ত সবটাই ফুটে উঠবে। বলাই বাহুল্য, এই সিনেমার সুবাদে যে আলিয়া আরও একবার ছক্কা হাঁকাবেন। ট্রেলারেই সেই হুঙ্কার দিয়ে দিলেন তিনি। আলিয়ার ‘জিগরা’ একটি অ্যাকশন থ্রিলার সিনেমা। এই সিনেমায় ভাইয়ের জন্য বোনের ভালোবাসার গল্প তুলে আনা হয়েছে। এখানে আলিয়ার চরিত্রের নাম সত্য ৷ এ সিনেমায় আলিয়ার সঙ্গে ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন উঠতি তারকা বেদাং রায়না। এটি বেদাংয়ের দ্বিতীয় সিনেমা। এর আগে গত বছর জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’-এ দেখা গিয়েছে বেদাংকে ৷ এই ‘দ্য আর্চিস’ ফিল্মের মাধ্যমেই বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। ‘জিগরা’ সিনেমাটি প্রযোজনা করেছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন। অভিনেত্রী আলিয়ার প্রযোজনা প্রতিষ্ঠান ইটারনাল সানশাইন প্রোডাকশনসও এ সিনেমায় লগ্নি করেছে। আলিয়ার সঙ্গে পরিচালক ভাসান বালার এটাই প্রথম কাজ।

আলিয়া ভাট। ছবি: সংগৃহীত

এদিকে, আলিয়ার হাতে ‘আলফা’ শিরোনামের আরও একটি সিনেমার কাজ আছে। ‘জিগরা’ সিনেমার গল্পে দেখা যাবে, ছোটবেলায় মা-বাবাকে হারিয়েছে দুই ভাই-বোন। আত্মীয়দের কাছে অযত্নে মানুষ হয়েছে। আদরের সেই ভাই বিদেশে পুলিশের হাতে গ্রেপ্তার হয়। ছোটবেলাতেই মা-বাবাকে হারিয়ে এতিম হয়েছেন আলিয়া ও তার ছোট ভাই। এরপর ভাইকে নিয়েই তার জীবনযুদ্ধের শুরু। একপর্যায়ে দেখা যায়, তার ভাই বিদেশের কোনো এক জেলখানায় আটক। তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হয়। তাকে বাঁচাতে আলিয়া একের পর এক ভয়ংকর মুহূর্তের সম্মুখীন হন। পুরো সিনেমাজুড়ে অ্যাকশন ভূমিকায় দেখা যাবে আলিয়াকে। আর ভাইকে ছাড়িয়ে আনতে অসাধ্য সাধন করতে প্রস্তুত বোন আলিয়া।

সিনেমাটি এক ভাইয়ের প্রতি একটি বোনের ভালোবাসার গল্প এবং কিভাবে সে তাকে রক্ষা করার জন্য যে কোনো কিছু করতে পারে। টান টান উত্তেজনার ট্রেলারে অভিনেত্রীকে কখনো দেখা যাবে বুলেট ছুড়তে, কখনো মারামারি করতে, কখনো আবার গাড়ি নিয়ে স্টান্ট করতে। ‘জিগরা’ সিনেমায় ব্যবহার করা হয়েছে কিশোর কুমারের গাওয়া বিখ্যাত গান ‘ফুলো কা তারকা, সবকা কহেনা হ্যায়, এক হাজারো মে মেরি বহেনা হ্যায়’। গানটি সবার গায়ে কাঁটা দেবে। দেব আনন্দ পরিচালিত সিনেমা ‘হরে রাম হরে কৃষ্ণ’ সিনেমায় গানটি ব্যবহার করা হয়েছিল। ভাইকে বাঁচাতে একজন বোন কতদূর পর্যন্ত যেতে পারে, সেই ঝলক দেখাচ্ছে হিন্দি সিনেমা ‘জিগরা’র টিজার। তাতে আভাস মিলছে নারীশক্তির জয়গানের।

কাপুর পরিবারের পুত্রবধূর দেখা মিলেছে পিঠে ব্যাগ আর হাতে হাতুড়ি নিয়ে রণমূর্তিতে। সিনেমার বড় অংশজুড়ে রয়েছে বাস্কেটবল খেলা এবং মারকাটারি অ্যাকশন। শুটিং শুরুর আগে চরিত্র নিঁখুতভাবে ফুটিয়ে তুলতে বাস্কেটবল খেলার প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি অ্যাকশনের মারপ্যাঁচও শিখেছেন এই অভিনেত্রী। ট্রেলারে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের আইকনিক অ্যাংরি ইয়াং ম্যান ব্যক্তিত্বের একটি উল্লেখ রয়েছে। আলিয়াকে বলতে শোনা যাচ্ছে, ‘অব তো বচ্চন হি বন না হ্যায়’। আলিয়ার সংলাপ ফিল্মের আবেগকে আরও বাড়িয়ে দিয়েছে।

ইতিমধ্যেই সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সঞ্জয় দত্ত ও শ্রীদেবীর সিনেমা ‘গুমরাহ’ থেকে নেওয়া হয়েছে এর গল্প। সত্যি কী তাই? কিন্তু আলিয়ার রূপ নতুন হলেও সিনেমার গল্পটি কী একেবারেই নতুন? ইতিমধ্যেই আলিয়ার নতুন সিনেমার সঙ্গে ইতিমধ্যেই ৯০ দশকের ‘গুমরাহ’ সিনেমার গল্পের মিল পেয়েছেন অনেকেই। সঞ্জয় দত্ত, রাহুল রায় এবং শ্রীদেবী অভিনীত ‘গুমরাহ’ সিনেমায় যেভাবে শ্রীদেবীকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন সঞ্জয়, ‘জিগরা’ সিনেমায় দেখা যাচ্ছে, আলিয়া ভাইকে ঠিক একইভাবে উদ্ধার করে নিয়ে আসছেন। ‘গুমরাহ’ সিনেমায় দেখানো হয়েছিল, বিপদে থাকা শ্রীদেবীকে কীভাবে উদ্ধার করেছিলেন সঞ্জয় দত্ত। প্রেমিকাকে নিঃস্বার্থ ভালোবেসে নিজের জীবনের ঝুঁকি নিয়েছিলেন সঞ্জয়। ঠিক একইভাবে আলিয়াকেও দেখা যাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভাইকে উদ্ধার করতে। তফাৎটা শুধু এটাই, ‘গুমরাহ’ সিনেমায় একজন প্রেমিক তার প্রেমিকাকে উদ্ধার করেছিলেন এবং এই সিনেমায় একজন বোন তার ভাইকে উদ্ধার করেছে বিপদ থেকে।

আলিয়া ভাট। ছবি: সংগৃহীত

‘জিগরা’ এবং ‘গুমরাহ’ সিনেমার মধ্যে গল্প ছাড়াও আরও একটি মিল রয়েছে সেটি হল ‘গুমরাহ’ সিনেমাটির পরিচালক ছিলেন মহেশ ভাট, অন্যদিকে, ‘জিগরা’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন মহেশ ভাটের কন্যা আলিয়া ভাট। আরও মজার ব্যাপার হলো ‘গুমরাহ’ সিনেমায় আলিয়ার মা সোনি রাজদান অভিনয় করেছিলেন, অন্যদিকে ‘জিগরা’-তে অভিনয় করতে দেখা যাবে আলিয়াকে। ধর্মা প্রোডাকশনের অধীনে ২০২২ সালে ‘ডার্লিং’ সিনেমায় অসাধারণ অভিনয় করেছিলেন আলিয়া। বিভিন্ন রূপী চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে নিজের অবস্থান বেশ শক্ত করে নিয়েছেন তিনি। নিষিদ্ধ পল্লী থেকে খেলার মাঠ, সব জায়গাতেই তিনি সাফল্যের স্বাক্ষর রেখেছেন। এবার মুক্তির অপেক্ষায় থাকা তার ‘জিগরা’ সিনেমায় অন্য এক আলিয়াকে দেখতে যাচ্ছে ভক্তরা।

মালায়ালাম সিনেমার জগতে যৌন হেনস্তার ঘটনা নিয়ে কিছু দিন আগেই একটি রিপোর্ট পেশ করেছে হেমা কমিশন। এ বিষয়ে সরব বলিউড ও টালিউড। যৌন হেনস্তার ঘটনা নিয়ে মুখ খুলছেন বিনোদন জগতের অভিনেতা-অভিনেত্রীরা। সমাজে নারীর অবস্থানও আলোচনায় উঠে আসছে। এ নিয়ে বলিউড অভিনেত্রী আলিয়া বলেছেন, ‘যৌন হেনস্তা হলে বিয়ে করবে কে? নির্যাতিতাকেই দোষ দেওয়া হওয়া হয় অধিকাংশ ক্ষেত্রে। যৌন হেনস্তার শিকার হলে নির্যাতিতার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। আমাদের সংস্কৃতি এমন—যৌন হেনস্তা হলে নির্যাতিতাকেই দোষারোপ করা হয়। পরিবারও নির্যাতিতার দিকে আঙুল তুলতে থাকে। নির্যাতিতারও নিজের মনে প্রশ্ন ওঠে—কে আমাকে বিয়ে করবে? এবার আমার কী হবে? লোকে আমাকে নিয়ে কী ভাবছে? এই পুরো বিষয়টিই ভুল।’

এ অভিনেত্রী বলেন, ‘এই জন্য সত্য প্রকাশ্যে আনতে ইতস্তত বোধ করেন নির্যাতিতারা। নির্যাতিতারা এই জন্য কাউকে কিছু বলতে পারেন না। এমনকি নিজের বাবা-মায়ের থেকেও হেনস্তার কথা লুকিয়ে রাখেন। তাই সবটা বলার জন্য সত্যিই অনেকটা সাহসের প্রয়োজন পড়ে। অবশ্যই প্রত্যেকের নির্দ্বিধায় সত্য প্রকাশ্যে আনা উচিত।’

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!