ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

এক নজরে বিজয় দিবসে রাজধানীর সব কনসার্টের তথ্য

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪, ০১:১২ পিএম

এক নজরে বিজয় দিবসে রাজধানীর সব কনসার্টের তথ্য

ছবি: সংগৃহীত

১৬ ডিসেম্বর, ১৯৭১—কেবল তারিখ নয়। বাংলাদেশের জন্মের ইতিহাস, মহান বিজয় দিবস। বিশ্ব ইতিহাসেও স্বাধীনতার অনন্য প্রতীক হিসেবে তারিখটি প্রতিষ্ঠিত। এই দিনটি বাঙালি জাতির দীর্ঘ সংগ্রামের বিজয়গাথা এবং মুক্তির প্রতীক।

ঐতিহাসিক এই দিবসটি উদযাপনে প্রতি বছরের মতো এবারও দেশব্যাপী নানা স্থানে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যার মধ্যে রাজধানীতেই রয়েছে বেশ কিছু কনসার্ট। যেগুলোতে মঞ্চ মাতাবেন জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীরা। পাঠকদের সুবিধার্থে সে সকল আয়োজনের খবর তুলে ধরা হলো-

মানিক মিয়া এভিনিউ

বিজয় দিবসের কনসার্টের ইতিহাসে আজ রাজধানীর মানিক মিয়া এভিনিউতে স্মরণকালের অন্যতম বড় কনসার্ট হতে যাচ্ছে। যার আয়োজন করেছে বিএনপির সাংস্কৃতিক প্ল্যাটফরম ‘সবার আগে বাংলাদেশ’। যেখানে একক শিল্পী হিসেবে গাইবেন- আসিফ আকবর, বেবী নাজনীন, কণা, ইমরান, জেফার, খুরশিদ আলম, সৈয়দ আব্দুল হাদী, কনকচাঁপা, মনির খান, প্রীতম, মৌসুমী। এ ছাড়া পরিবেশনায় থাকছে- নগরবাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাস-এর মতো ব্যান্ড থাকছে পরিবেশনায়। দুপুর ১২টায় শুরু হয়েছে এই কনসার্ট। যা সকলের জন্য উন্মুক্ত।

শিল্পকলা একাডেমি

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে এই উন্মুক্ত সংগীতানুষ্ঠান। পরিবেশনায় থাকবে ‘আর্টসেল’ ও ‘লালন’-এর মতো শ্রোতাপ্রিয় ব্যান্ড। এ ছাড়া গান শোনাবে ব্যান্ড লালন।

যমুনা ফিউচার পার্ক

পাশাপাশি বিজয় দিবস উদযাপনে যমুনা ফিউচার পার্কে থাকছে ‘ভিক্টোরি ফেস্ট ২০২৪’। সকাল ১১টায় শুরু হয়ে, চলবে রাত ৮টা পর্যন্ত। সংগীত পরিবেশনায় থাকবেন কাকতাল ও শুভ্র।

এ ছাড়া রাজধানীর উত্তরা, ধানমন্ডি, বনানীসহ আরও কয়েক জায়গায় থাকছে কনসার্ট, কমেডি শো, আর্ট এক্সিবিশন ইত্যাদি। 

আরবি/এফআই

Link copied!