ব্যক্তিজীবনে দারুণ সময় কাটাচ্ছেন তাহসান খান, সে কথা নির্দ্বিধায় বলা যায়। কারণ, সদ্যই বিয়ে করেছেন এই সংগীতশিল্পী। বছরের শুরুতে ব্যক্তিজীবনে ভালো থাকার পাশাপাশি, কর্মজীবনেও দারুণ আলো ছড়ালেন। বিয়ের সু-খবরের দু’দিনের মাথায় প্রকাশ করলেন নিজের কথা, সুর ও কণ্ঠে নতুন গান ‘একা ঘর আমার’।
সুকণ্ঠী সিঁথি সাহাকে নিয়ে গাওয়া এই গানের ভিডিওতে দু’জনে মডেল হয়েও মুগ্ধতা ছড়ালেন। তারই রেশ মিললো এক বর্ণাঢ্য প্রকাশনা উৎসবে। এদিন তাহসান-সিঁথির উপস্থিতিতে দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিংয়ের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয় ব্যয়বহুল গানচিত্রটি। যা প্রকাশের পরই মুগ্ধতা ছড়িয়ে চলেছে শ্রোতা-দর্শক মহলে।
প্রকাশনা উৎসবে অংশ নিয়ে তাহসান বলেন, ‘প্রতি বছরই কাজের পরিকল্পনা করি। যদিও গতবছর মাত্র দুটি গান করেছি। তবে এ বছর অনেক বেশি গানের পরিকল্পনা করেছি। বছরের প্রথম মাসেই চারটি গান করেছি। এর মধ্যে শুরুটা করলাম ‘একা ঘর আমার’ দিয়ে।’
বিয়ের খবর প্রকাশ্যে আসতেই নীরব ভূমিকায় ছিলেন নায়ক, গায়ক ও অভিনেতা তাহসান খান। বরাবরই ব্যক্তিগত বিষয় গণমাধ্যম থেকে এড়িয়ে চলেন তিনি। এবারও ব্যতিক্রম ঘটেনি। তবে প্রকাশনা উৎসবে অংশ নিয়ে কথা বলেছেন বিয়ে প্রসঙ্গেও। বললেন, ‘তারকা হিসেবে বেশ শুভেচ্ছা পাচ্ছি। এটা বেশ উপভোগ করছি। এককথায় বিয়ের অনুভূতি দারুণ।’
তাহসানের বিয়ের খবর ছড়িয়ে যাবার পর গায়কের প্রয়াত শ্বশুর ও স্ত্রীকে ঘিরে বেশকিছু নেতিবাচক সংবাদের রেশ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চর্চা হচ্ছে। যা নিয়ে পক্ষে-বিপক্ষে চলছে বেশ সমালোচনা। সে কথার ইঙ্গিতপূর্ণ জবাবে তাহসান বলেন, ‘একেক দেশে মানবিক বিষয়গুলো একেক রকম। আমাদের ইন্ডাস্ট্রি বড় না। যে কারণে রসবোধ ভিন্ন। সবকিছুতে রসবোধ আনতে পারি না। আমরা সবকিছুতে চুলছেঁড়া বিশ্লেষণ করি। কেন তার প্রেমে পড়েছি, ভালোবেসেছি—এটা একান্ত ব্যক্তিগত বিষয়। একটা সময় এক ভাবে দেখতাম, এখন অন্য ভাবে দেখি। আমি মেকি কথা শোনাতে চাই না। সাধারণ মানুষ হিসেবে বিয়ে করে সুখী। আর তারকা হিসেবে কোটি মানুষের ভালোবাসা পাচ্ছি।’
যোগ করে তিনি আরও বলেন, ‘আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে একটু নেগেটিভ একটু বেশিই। সব জায়গাতেই নেগেটিভ থাকে কিন্তু আমাদের দেশে একটু বেশি। যে সাক্ষাৎকার নেয় সেটা তার কাটতির জন্য আবার যে দিচ্ছে সেও তার কাটতির জন্য। এটাকে দোষ দেব না। আমার কাজ হচ্ছে যারা আমাকে ভালোবাসেন তাদের জন্য কাজ করে যাওয়া। বছরের পর বছর গান করা। মানুষের মনের মধ্যে জায়গা করা। তাদের সঙ্গে বন্ধন তৈরি করা। ১৮ কোটি মানুষ আমাকে ভালোবাসবে না। যাদের জন্য গান করছি, তাদের জন্য গান করে যাবো। ভক্তরা আমার বিয়েতে খুশি। আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।’
আপনার মতামত লিখুন :