পঁচিশের পয়লা সপ্তাহে শোকে কাতর ঢাকার সিনেমাপাড়া। প্রয়াত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত স্বর্ণালী যুগের শীর্ষ নায়িকা অঞ্জনা। অনেকটা হুট করেই ৪ জানুয়ারি মধ্যরাতে ওপারে পাড়ি জমালেন তিনি। তার প্রস্থানে শোকাহত বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গন। যার রেশ পড়েছে ওপার বাংলায়ও। শোক জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় চিত্রতারকা ঋতুপর্ণা।
দৈনিক রূপালী বাংলাদেশকে ঋতুপর্ণা জানালেন, আমি খুব দু:খিত। অনেক বড় মানের শিল্পী এবং বড় মাপের মানুষ ছিলেন তিনি। খুব আদর করতেন আমাকে। কিছুদিন আগেও একটি সাংবাদিক সম্মেলনে ঢাকাতে উনি আমাকে কত প্রশংসা ও আদর করলেন। আমাকে নিয়ে ছবি তুললেন। বললেন, ইয়্যু আর দ্য বেস্ট ঋতু!
ঋতুপর্ণা আরও যোগ করলেন, মনটা খুব খারাপ হয়ে গেল। এক মাস আগেই আমার মাকে হারালাম। তারপর কত প্রিয় মানুষেরা চলে গেলেন। উনার পরিবারকে আমার সমবেদনা। খুব ভালো থেকো; যেখানেই থাকো অঞ্জনা আপা। তোমার আত্মার শান্তি কামনা করি।
উল্লেখ্য, অঞ্জনা সত্তরের দশকে চলচ্চিত্রে পা রাখেন। তার অভিনীত আলোচিত সিনেমার মধ্যে রয়েছে দস্যু বনহুর, অশিক্ষিত, চোখের মণি, অভিযান, রাজার রাজা, নাগিণা, জিঞ্জির ইত্যাদি।
আপনার মতামত লিখুন :