ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

সাইফুল বারীর কথায় অশোক বালার নতুন গান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৪, ০৯:০৬ এএম

সাইফুল বারীর কথায় অশোক বালার নতুন গান

সাইফুল বারীর কথায় অশোক বালার নতুন গান। ছবি: রূপালী বাংলাদেশ

সাইফুল বারীর গীতিকথায় দুই গানে কণ্ঠ দিয়েছেন লোকগানের কণ্ঠশিল্পী অশোক বালা। ‍‍`কেউ আমার হইলো না‍‍` ও ‍‍`তোর পিরিতে এতো জ্বালা‍‍` শিরোনামে এ দুটি গানের সুরারোপ করেছেন কণ্ঠশিল্পী নিজেই। একটি গানের সংগীত আয়োজন করেছেন রুমি সেন ও অপর গানের সংগীত আয়োজন করেছেন মঞ্জুর বাবু।

আকাইদ ফোক স্টেশনের ইউটিউব চ্যানেল থেকে চলতি ডিসেম্বর মাসেই ‍‍`কেউ আমার হইলো না‍‍` গানটি প্রকাশিত হবে। এছাড়া নতুন বছর ২০২৫ সালের জানুয়ারি মাসে আদি মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেল থেকে  ‍‍`তোর পিরিতে এতো জ্বালা‍‍` গানটি রিলিজ হবে বলে জানা গেছে।

গান প্রসঙ্গে অশোক বালা বলেন, দু‍‍`টি গানের কথা গুলো সুন্দর। আমি মন দিয়ে গাওয়ার চেষ্টা করেছি। আশা করি, সবার কাছে ভালো লাগবে।

সাইফুল বারী বলেন, ফোক ঘরনার গান দু‍‍`টি আমারও অনেক পছন্দের। সবার কাছে ভালো লাগলেই আমাদের স্বার্থকতা।

আরবি/জেডআর

Link copied!