মনতাজুর রহমান আকবর পরিচালিত ও জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল অভিনীত সিনেমা ‘অমানুষ হলো মানুষ’ গত ৯ আগস্ট দেশজুড়ে মুক্তির কথা থাকলেও দেশের পরিস্থিতি স্বাভাবিক না থাকায় শেষ মুহূর্তে পিছিয়ে যায়। নতুন করে সিনেমাটির মুক্তির তারিখ জানালেন ডিপজল। আগামী ২৩ আগস্ট সারাদেশে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন এই অভিনেতা।
এ প্রসঙ্গে ডিপজল বলেন, ‘আমি সবসময় চলচ্চিত্রের কথাই ভাবি। বর্তমান পরিস্থির কারণে বেশকিছু দিন ধরে সিনেমা হল বন্ধ রয়েছে। এমন অবস্থা চলতে থাকলে অনেক হল মালিক পথে বসে যাবে। আমার সিনেমা মুক্তির জন্য প্রস্তুত রয়েছে। হল মালিকদের কথা বিবেচনা করে ৯ আগস্ট ‘অমানুষ হলো মানুষ’ মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেই। পরের ঘটনা তো সবাই জানেন। এক সপ্তাহ পিছিয়ে আসছে ২৩ আগষ্ট সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছি।’
যোগ করে তিনি আরও বলেন, ‘এখন পরিস্থিতি অনুকূলে রয়েছে। এবার আর অসুবিধা হবে না। আমি অন্যদেরও বলব—ব্যাক টু ব্যাক সিনেমা মুক্তি না দিলে দর্শকের কাছে নেতিবাচক ধারণা তৈরি হয়। তাছাড়া এখন পরিস্থিতির উন্নতি হয়েছে। সিনেমা মুক্তিতে সমস্যা দেখছি না।’
যোগ করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এই সাধারণ সম্পাদক বলেন, ‘ঈদের পর থেকে প্রেক্ষাগৃহ মালিকরা নতুন সিনেমার অপেক্ষায়। আমি পেশাদার প্রযোজক। আমার নিজেরও প্রেক্ষাগৃহ ছিল। নতুন সিনেমার অভাবটা বুঝি। তাই সিদ্ধান্ত নিয়েছি নির্ধারিত দিনেই সিনেমা মুক্তি দেওয়ার।’
২০২১ সালের ১৫ জানুয়ারি ‘মানুষ কেন অমানুষ’ নামে সিনেমাটির শুটিং শুরু হয়। পরবর্তীতে নাম বদলে রাখা হয় ‘অমানুষ হলো মানুষ’। ডিপজল ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন মৌ খান, জয় চৌধুরী, বড়দা মিঠু, রাশেদা চৌধুরী, জ্যাকি আলমগীর, বকুল সৌদাগর, কিরন কুমার, সেলিম প্রমুখ।
আপনার মতামত লিখুন :