ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫

প্রবীর মিত্রের মৃত্যুতে বাচসাস’র শ্রদ্ধা নিবেদন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫, ০৩:৪৬ পিএম

প্রবীর মিত্রের মৃত্যুতে বাচসাস’র শ্রদ্ধা নিবেদন

ছবি: রূপালী বাংলাদেশ

চার দশক রুপালি পর্দায় অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করা জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্রের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)।

এক শোক বার্তায় বাচসাস’র সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল বলেন, ‘রুপালি পর্দার নবাব, কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র ওরফে হাসান ইমামের মৃত্যুতে চলচ্চিত্রে যে শূন্যতা সৃষ্টি হলো তা আর পূরণ হবার নয়। আমরা এই গুণী মানুষের মৃত্যুতে তার আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।’

বিএফডিসি প্রাঙ্গণে খ্যাতিমান অভিনেতাকে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। এসময় বাচসাস’র সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার, দপ্তর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া, নির্বাহী সদস্য মহিব আল হাসান, সিনিয়র সদস্য মুশফিকুর রহমান গুলজার, মাজহার বাবু, রঞ্জু সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

সংকটাপন্ন অবস্থায় প্রবীর মিত্র রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। রোববার (০৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

প্রবীর মিত্র দীর্ঘদিন ধরে শরীরে অক্সিজেন স্বল্পতাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত ২২ ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রবীর মিত্র ১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন। তিনি পুরান ঢাকায় বেড়ে উঠেছেন।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!