আজ ২০ বছরে পদার্পণ করেছে বৈশাখী টেলিভিশন। বাংলাদেশের সংস্কৃতি লালনের অঙ্গীকার নিয়ে ২০০৫ সালের ২৭ ডিসেম্বর যাত্রা শুরু হয় বৈশাখী টেলিভিশনের। নতুন বছরে পা রাখার গৌরবময় সময়টাকে স্মরণীয় করে রাখতে আজ বৈশাখীর পর্দা সাজানো হয়েছে গান, নাটকসহ নানা অনুষ্ঠান দিয়ে।
সকালে কেক কেটে বৈশাখী টিভির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি ও বৈশাখী টিভির বিভিন্ন বিভাগের প্রধানসহ বৈশাখী পরিবারের সদস্যরা। প্রতিষ্ঠাবার্ষিকীতে বৈশাখী টেলিভিশনের সাফল্য কামনা করে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, সরকারের উপদেষ্টা, রাজনীতিবিদ এবং বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজন ও শুভানুধ্যায়ীরা। বৈশাখী কার্যালয়ে অনাড়ম্বর আয়োজন থাকলেও ঠিভি পর্দায় এবং বৈশাখী পরিবারে আনন্দের কমতি ছিল না। প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার আয়োজনে অংশ নেন বিশিষ্টজন।
২০ বছরে পদার্পণ উপলক্ষে বৈশাখী টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, ‘আমাদের জন্য এ দিনটি বড়ই আনন্দের। ২০টি বছর একটি চ্যানেলের জন্য কম কথা নয়। এই দীর্ঘ পথ পরিক্রমায় যারা বৈশাখী টেলিভিশনের সঙ্গে ছিলেন এখনও যারা আছেন তাদের আন্তরিক প্রচেষ্টা এবং দর্শকদের অফুরন্ত ভালোবাসার কারণেই এটা সম্ভব হয়েছে। বৈশাখী টেলিভিশন যাত্রা শুরুর পর থেকেই দর্শকদের কথা চিন্তা করে নানাবিধ অনুষ্ঠান প্রচার করে আসছে। কারণ দর্শকদের ভালোবাসা ছাড়া এত দীর্ঘ পথ পাড়ি দেওয়া সম্ভব ছিল না। ভবিষ্যতেও বৈশাখী টেলিভিশন সবশ্রেণির দর্শকের কথা মাথায় রেখে আরও নতুন নতুন অনুষ্ঠান এবং বরাবরের মতো বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবে। ব্যাপক আয়োজনের পরিকল্পনা ছিল আমাদের কিন্তু বিশেষ কারণে এবারও বৈশাখী টিভি কার্যালয়ে তেমন আয়োজন থাকছে না, তবে পর্দায় এ আয়োজনের কোনো কমতি নেই। ২০ বছরে বৈশাখী টিভির এ পর্দা আয়োজন দর্শকদের ভালো লাগবে বলে আমাদের বিশ্বাস।’
নানা প্রতিবন্ধকতার মাঝেও বৈশাখী টেলিভিশন দায়িত্বশীলতার সাথে কাজ করে যাচ্ছে। এই কর্মচঞ্চলতা আগামীতেও থাকবে বলে প্রত্যাশা জানান অতিথিগণ। প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে যাওয়ার স্পৃহা ধরে রাখার প্রশংসা করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বৈশাখীর এই অগ্রযাত্রায় পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বিভিন্ন বিভাগের প্রধানগণ বলেন, ‘দেশীয় সংস্কৃতি এবং মানুষের মুক্তির চেতনা সমুন্নত রাখাই বৈশাখী টেলিভিশনের লক্ষ্য।’
আপনার মতামত লিখুন :