ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

বাপ্পার ‘এক কাপ চা’

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৪, ০৪:৫৪ পিএম

বাপ্পার ‘এক কাপ চা’

বাপ্পা মজুমদার। ছবি: সংগৃহীত

ভিন্ন ধাঁচের গান নিয়ে হাজির হলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। ‘এক কাপ চা’ শিরোনামের নতুন গানটি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। ‘লিখতে বসে আকাশ দেখি পর্দা উঠাই; জানলা খুলি/ বাতাস আসে ঘরের ভিতর/ একা থাকা, এক কাপ চা’—এমন কথায় সাজানো গানটি লিখেছেন শেখ রানা। সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার নিজেই। গানটি নিয়ে নির্মিত হয়েছে ভিডিও। শিল্পীর নিজস্ব প্রযোজনা, প্রকাশনা সংস্থা বিএম ওয়ার্কস্টেশন থেকে এটি নির্মিত হয়েছে।

এ প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘প্রতিটি আয়োজনেই সময়ের একটা ছাপ রেখে দিতে চাই। সেই ভাবনা থেকেই ‘এক কাপ চা’ গানটি তৈরি করা। তাই সুর ও সংগীতায়োজনে এই সময়কে চিহ্নিত করে রাখার চেষ্টা ছিল। গায়কীতেও নিজস্বতা ধরে একটু আলাদা ভেবে নিজেকে উপস্থাপন করতে চেষ্টা করেছি। অন্যদিকে, গীতিকবি রানা তার লেখনিতে উপমার মধ্য দিয়ে মনের গহীনের অনুভূতিকে তুলে এনেছেন, যা শ্রোতামনে নাড়া দেবে বলেই আশা করছি।’

উল্লেখ্য, ব্যান্ড দলছুটের ষষ্ঠ অ্যালবাম ‘সঞ্জীব’ কিছুদিন আগেই প্রকাশ পেয়েছে। দলছুটের অ্যালবামের পরই নিজের একক গান প্রকাশ করলেন বাপ্পা মজুমদার।

বলে রাখা ভালো, তিন দশকের বেশি সময়ের সঙ্গীত ক্যারিয়ার বাপ্পা মজুমদারের। দেশ জুড়ে গান প্রিয় মানুষের কাছে জনপ্রিয় তিনি। গানের শুদ্ধতম পথে নিজের জাত চিনিয়েছেন শ্রোতাপ্রিয় এই শিল্পী। সংগীত পরিবারে জন্ম নেয়া বাপ্পা মজুমদারের ছোটবেলাতেই সংগীতে হাতেখড়ি। ১৯৯৫ সালে প্রথম একক অ্যালবাম ‘তখন ভোর বেলা’ দিয়ে সংগীতজগতে আত্মপ্রকাশ করেন বাপ্পা। তিনি মূলত বাংলা রোমান্টিক গানের জন্য পরিচিত। বাপ্পার একক অ্যালবাম ‘সূর্যস্নানে চল’ ২০০৮ সালে প্রকাশ হয়। সপ্তম একক অ্যালবাম ‘দিন বাড়ি যায়’ প্রকাশ হয় ২০০৫ সালের ফেব্রুয়ারিতে। বাপ্পার কণ্ঠ ও সুরের জাদু মোহিত করে সংগীতপ্রিয় শ্রোতাকে। বাপ্পার গাওয়া জনপ্রিয় গানের মধ্যে উল্লেখযোগ্য ‘পরী’, ‘দিন বাড়ি যায়’, ‘সূর্যস্নান’, ‘বায়েস্কোপ’, ‘রাতের ট্রেন’, ‘বাজি’, ‘লাভ-ক্ষতি’, ‘আমার চোখে জল’, ‘ছিল গান ছিল প্রাণ’, ‘কোথাও কেউ নেই’ ইত্যাদি।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!