ঢাকা সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫

বাপ্পারাজের ‘হেনা’ চরিত্র ভাইরাল, মুখ খুললেন শাবনাজ

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৫:০৮ পিএম

বাপ্পারাজের ‘হেনা’ চরিত্র ভাইরাল, মুখ খুললেন শাবনাজ

ছবি: সংগৃহীত

১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রেমের সমাধি’ এর ‘হেনা’ চরিত্রটি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে নতুন করে ভাইরাল হয়েছে। এই সিনেমার একটি সংলাপ, যেখানে বাপ্পারাজ ‘বকুল’ চরিত্রে শাবনাজের ‘হেনা’ চরিত্র সম্পর্কে একটি আবেগঘন কথা বলেন, তা এখন নেটদুনিয়ায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

সিনেমার দৃশ্যে বাপ্পারাজ, হেনার বাড়ি ফিরে গিয়ে জানতে পারেন যে হেনার বিয়ে হয়ে গেছে। আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, “না না, হেনার বিয়ে হতে পারে না, এ আমি বিশ্বাস করি না।” তার এই সংলাপটি নতুন করে ভাইরাল হয়ে উঠেছে, এবং নেটিজেনরা বিভিন্ন মিম এবং ভিডিও ক্লিপ শেয়ার করছে।

এ বিষয়ে, সিনেমার প্রধান দুই তারকা বাপ্পারাজ ও শাবনাজ বলেছেন যে তারা বিষয়টি নিয়ে হাস্যকর পরিস্থিতিতে আছেন। শাবনাজ বলেন, “এটি নিয়ে আমি এবং বাপ্পারাজ ভাই মজা পাচ্ছি। এটি ভালো লাগছে কারণ মানুষ আবার সিনেমাটির কথা মনে করেছে এবং আমাদের অভিনয়শিল্পীদের সঙ্গে তাদের আবেগ সংযোগ স্থাপন করতে পারছে।”

তিনি আরও বলেন, “সিনেমাটি মুক্তির পর সবাই ভুলে যেতে পারতো, তবে ২৯ বছর পরও এই সিনেমাটি এবং তার সংলাপ নিয়ে চর্চা হওয়া সত্যিই ভালো লাগার বিষয়।”

এই সিনেমার মাধ্যমে বাপ্পারাজ ও শাবনাজের সম্পর্ক সেলুলয়েডে এক অমর স্থানে অবস্থান করেছে এবং দীর্ঘ সময় পরও তাদের চরিত্রের জনপ্রিয়তা যেন প্রমাণ করে দেয়, সেরা সিনেমা ও চরিত্রগুলো কখনোই পুরনো হয় না।

প্রসঙ্গত, ১৯৯৬ সালে মুক্তি পাওয়া ‘প্রেমের সমাধি’ সিনেমা ব্যাপক সাড়া ফেলেছিল এবং এতে আরও অভিনয় করেছিলেন অমিত হাসান, এটিএম শামসুজ্জামান, আনোয়ার হোসেন, এবং গাংগুয়া সহ আরো অনেকে।

রূপালী বাংলাদেশ

Link copied!