ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

‘বাভাসি’ সম্মাননা পেলেন কুদরত উল্লাহ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪, ০৩:১৭ পিএম

‘বাভাসি’ সম্মাননা পেলেন কুদরত উল্লাহ

কুদরত উল্লাহ। ছবি: সংগৃহীত

বিনোদন সাংবাদিকতায় এক যুগের বেশি সময় ধরে কাজ করছেন কুদরত উল্লাহ। পাশাপাশি নানান ধরনের লেখায় নিজেকে জড়িয়ে রেখেছেন তরুণ এই লেখক। এর বাইরেও নিয়মিত গল্প-নাটক লিখে নিজের নামের সঙ্গে যুক্ত করেছেন নাট্যকার কিংবা লেখক খেতাবটিও।

ইতোমধ্যেই তার রচিত একাধিক নাটক প্রচার হয়েছে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ও অনলাইন প্লাটর্ফমগুলোতে। দায়িত্ব পালন করেছেন স্বনামধন্য সংগঠন টেলিভিশন নাট্যকার সংঘের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে। ২০২৩-২৪ সাল মেয়াদে এই দায়িত্ব পালন করেন তিনি।

সম্প্রতি তার ঝুড়িতে যুক্ত হলো বাভাসি সম্মাননা। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ‘আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসব-২০২৪’র সেরা সাংবাদিক (ভোরের কাগজ) হিসেবে এ পুরস্কার লাভ করেন। ৮ম চলচ্চিত্র এ উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতিজন পীরজাদা শহীদুল হারুন ও  প্রধান বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া (আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রীম কোর্ট। রাজধানীর কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা’য় এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

বাভাসি চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডে যারা ছিলেন পরিচালক ও প্রযোজক নাজনীন হাসান খান, ফরিদুল ইসলাম রুবেল- নাট্যকার ও প্রযোজক, অপর্ণা রানী রাজবংশী- নাট্যকার ও প্রযোজক, রাকিবুল হাসান সোহেল (আর এইচ সোহেল- পরিচালক ও প্রযোজক, এনায়েত উল্যাহ সৈয়দ (শিপুল সৈয়দ)- অভিনেতা, নাট্যকার ও পরিচালক।

দেশ ও দেশের বাহির থেকে ১৫৩টি চলচ্চিত্র জমা পড়ে। সেখান থেকে প্রদর্শীত ১০টি চলচ্চিত্রের মধ্যে ৫ ক্যাটাগরিতে ৫ জনকে চূড়ান্ত হিসেবে পুরস্কার প্রদান করা হয়। উৎসবে সেরা অভিনেতা খালেদ হোসেন চৌধুরী (বিশ্বসুন্দরী)। সেরা চিত্রনাট্যকার কনা তেরেজা পালমা (প্রায়শ্চিত্ত)। সেরা চলচ্চিত্র নির্মাতার পুরস্কার মিরুজ খান রাজ (মরিচিকা)। সেরা মিউজিক ডিরেক্টর মীর হাসান স্বপন (মায়ের ইচ্ছা)। সেরা সম্পাদক দুলাল রহমান (সরি)।

এছাড়া উক্ত অনুষ্ঠানে সাংবাদিকতার অবদান স্বরূপ মাসুম বিল্লাহ রাকিব (দৈনিক যায়যায়দিন), নায়িমী জান্নাত ব্যাপ্তিকে (দৈনিক সংবাদ) সম্মাননা প্রধান করা হয়।

প্রসঙ্গত, শিল্প ও সংস্কৃতি, ভাষা সৈনিক, অভিনেতা অভিনেত্রী এবং সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত রেখেছেন এমন ১৩ জন্য ব্যক্তির সাক্ষাৎকারের নানান কথা নিয়ে প্রকাশিত হয় কুদরত উল্লাহর প্রথম বই ‘তারকাকার’। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন তার প্রথম উপন্যাস ‘অন্তে নীলান্তর’র পাণ্ডলিপি নিয়ে। এছাড়া নিয়মিত স্ক্রিপ্ট লেখা নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই লেখক।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!