ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

শর্ত ভেঙে চুমু খেয়ে সবার সামনে অস্বস্তিতে তামান্না!

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৫, ০২:০৯ পিএম

শর্ত ভেঙে চুমু খেয়ে সবার সামনে অস্বস্তিতে তামান্না!

ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমা থেকে বলিউড পর্যন্ত তামান্না ভাটিয়া নিজের স্থান প্রতিষ্ঠিত করেছেন। সম্প্রতি, ‘লাস্ট’ নামক একটি সিরিজে অভিনয় করে তিনি প্রশংসা অর্জন করেছেন।

তবে, একসময় ঘনিষ্ঠ দৃশ্যে কাজ করতে আগ্রহী ছিলেন না তামান্না। এমনকি তিনি শর্ত দিয়েছিলেন, কোনো ঘনিষ্ঠ দৃশ্যে কাজ করবেন না। কিন্তু এই সিরিজে এক চুমু দৃশ্যে অভিনয় করে স্বেচ্ছায় সেই শর্তটি ভাঙেন তিনি।

তামান্না একাধিকবার জানিয়েছিলেন যে, যৌনতা নিয়ে তার মধ্যে অনেক ছ্যুৎমার্গ ছিল। তিনি বলেন, আমি এমন একজন ছিলাম, যে পরিবারের সঙ্গে বসে এসব দৃশ্য দেখতে পারতাম না। এদিক ওদিক তাকাতাম।

তিনি আরও জানান, ক্যারিয়ারের দীর্ঘ সময় যৌনতা নিয়ে অস্বস্তির মধ্যে পড়তে হতো আমাকে। আমার কোনো ছবিতেই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করিনি।

তামান্নার মতে, এটি ছিল তার কাছে একটি সামাজিক ট্যাবু, তবে এখন তিনি ওই ধারণা থেকে বেরিয়ে এসে শিল্পী হিসেবে নিজেকে প্রকাশ করতে প্রস্তুত।

বর্তমানে, তামান্না ভাটিয়া সিনেপাড়ায় এক হট কুইন হিসেবে পরিচিত। একসময় যেখানে তিনি বোল্ড দৃশ্যে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছিলেন, সেখানে এখন তিনি নতুন ধরনের চরিত্রে অভিনয় করছেন।

২০২৪ সালের শেষে ‘স্ত্রী টু’ সিনেমায় তার ‘আজ কি রাত’ গানটি নেটমাধ্যমে ভাইরাল হয়ে যায়, যেখানে তামান্নার উপস্থিতি দর্শকদের মধ্যে আলোচনা সৃষ্টি করে।

আরবি/এফআই

Link copied!