ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

আওয়ামী লীগ নেতার সিনেমায় বুবলী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৪, ০৬:১২ পিএম

আওয়ামী লীগ নেতার সিনেমায় বুবলী

বুবলী। ছবি: সংগৃহীত

দীর্ঘ সময় ধরেই নতুন সিনেমার খবরে নেই আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বরং হাতে থাকা মোহাম্মদ ইকবালের ‘বিট্রে’ ও জসিম উদ্দিন জাকিরের ‘মায়া-দ্য লাভ ২’ সিনেমা দুটি থেকে বাদ পড়েন তিনি। যদিও এ বিষয়ে সরাসরি এই নায়িকা কিছু বলেননি।

এবার জানা গেল প্রায় আট মাস পর এক আওয়ামী লীগ নেতার নতুন সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। সিনেমার নাম ‘নীল টিপ’। পরিচালনায় রয়েছেন মেহেদী হাসান। প্রয়োজনায় আছেন ওয়ারী থানা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য সৈয়দ মোহাম্মদ সোহেল। এর আগে তিনি ‘শেষ বাজি’ সিনেমাটি প্রযোজনা করেছিলেন। তবে সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যর্থ হয়।

পরিচালক মেহেদী, বুবলী ও প্রযোজক সোহেল। ছবি: সংগৃহীত

পরিচালক মেহেদী জানিয়েছেন শিগগিরই সিনেমাটির শুটিং শুরু করবেন। বর্তমানে শুটিংয়ের প্রস্তুতি চলছে। এতে বুবলীর বিপরীতে ছোট পর্দার অভিনেতা শ্যামল মাওলার কথা শোনা যাচ্ছে।

এর আগে ‘দেয়ালের দেশ’ সিনেমা চালানোর জন্য সাবেক এক মন্ত্রীকে দিয়ে ফোন করিয়েছিলেন বুবলী। এ নিয়ে অন্য একটি সিনেমার সংবাদ সম্মেলনে নায়িকাকে সাংবাদিকরা প্রশ্ন করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন। চান প্রমাণ। বর্তমানে বুবলীর হাতে রয়েছে ‘কয়লা’ সিনেমাটি।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!