রাজনীতিতে তারকাদের অংশগ্রহণ নতুন কিছু নয়। নির্বাচনের সময়ে সাধারণত নতুন কোন তারকা বা শিল্পী ভোটে লড়বেন, এই নিয়ে চলে বিস্তর আলোচনা এবং গুজব।
এবার ভারতের রাজনীতিতে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর অংশগ্রহণ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। তাহলে কি রাজনীতিতে যোগ দিচ্ছেন তিনি? এমন সব প্রশ্নের মধ্যে এই বিষয়টি নিয়ে খোলামেলা বক্তব্য রাখলেন অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হুগলি সংসদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অভিনেত্রী রচনা। তার প্রতিপক্ষ ছিলেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। ভোটে লকেট চট্টোপাধ্যায়কে পরাজিত করে জয়ী হন নবাগত রাজনীতিবিদ রচনা। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে ঋতুপর্ণাকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, ‘আমি রাজনীতি কিছুই বুঝি না। রাজনীতি থেকে আমি দূরে। আমি একজন শিল্পী এবং একজন শিল্পী হিসেবেই থাকতে চাই।’
এছাড়া, সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেন, মুখ্যমন্ত্রী যদি অফার করেন, তাহলে কি রাজনীতিতে যোগ দেবেন? উত্তরে ঋতুপর্ণা বলেন, ‘তখন আমি মুখ্যমন্ত্রীকেই সেই কথাটা বলব।’
আপনার মতামত লিখুন :