ঢাকা শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে কনসার্ট, গাইবেন নোবেল ও সাইফ শুভ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৫, ০৬:১০ পিএম

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে কনসার্ট, গাইবেন নোবেল ও সাইফ শুভ

ফাইল ছবি

৩৬ জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে ‘দ্যা চাচ্চুস গ্রুপ’ জামালপুরে একটি সাংস্কৃতিক সন্ধ্যা কনসার্টের আয়োজন করতে যাচ্ছে। আগামী ১৭ জানুয়ারি (শুক্রবার) জামালপুরে অনুষ্ঠিত হতে যাওয়া এই সাংস্কৃতিক সন্ধ্যায় স্থানীয় ব্যান্ডদের সাথে পারফর্ম করবেন জনপ্রিয় সংগীতশিল্পী, সারেগামাপার নোবেল ম্যান খ্যাত মাইনুল আহসান (নোবেল) এবং বর্তমান সময়ের জনপ্রিয় গায়ক সাইফ শুভ।

এ পর্যন্ত সাংস্কৃতিক সন্ধ্যার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি ‘দ্যা চাচ্চুস গ্রুপ’। কনসার্টটি জামালপুর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

কনসার্ট সম্পর্কে ‘দ্যা চাচ্চুস গ্রুপ’-এর সদস্য রেদোয়ান খন্দকার মাহিন বলেন, “আমরা ৩৬ জুলাই গণঅভ্যুত্থান স্মরণে এই কনসার্টটি আয়োজন করতে যাচ্ছি। এই কনসার্টে আমরা জামালপুরবাসীকে প্রথমবারের মতো শিল্পী নোবেলকে উপহার দিতে পেরে আনন্দিত। এছাড়া আমাদের জামালপুরের কৃতী সন্তান সাইফ শুভসহ আরও দুটি জনপ্রিয় ব্যান্ড ‘দ্যা ইর্টারনাল’ এবং ‘ব্যান্ড সময়’ এই কনসার্টে পারফর্ম করবে। এতো প্রিয় মুখ একত্রিত হওয়া আমাদের জন্য বড় এক আনন্দের বিষয়।”

জানা গেছে, কনসার্টের প্রবেশদ্বার ১৭ জানুয়ারি দুপুর ৩টা থেকে খোলা হবে। পুরো কনসার্টটি প্রশাসনিকভাবে নিয়ন্ত্রিত হবে এবং ছেলেমেয়েদের জন্য আলাদা ব্যবস্থা করা হবে। আর দর্শকদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

এ কনসার্ট সম্পর্কে জনপ্রিয় গায়ক সাইফ শুভ বলেন, “৩৬ জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের যুব সমাজের জয়গানের ইতিহাস। জামালপুর আমার জন্মস্থান, এখানে সবাই আমাকে ভালোবাসেন। এই আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আশা করি সবাই একসাথে একটি অসাধারণ মুহূর্ত উপভোগ করতে পারব।”

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখার যুগ্ম সদস্য সচিব সাফায়াত বিন আবেদিন তুর্য বলেন, “এই কনসার্ট আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবময় অধ্যায়কে তুলে ধরবে। যারা গণঅভ্যুত্থানের মূল্যবোধ ধারণ করে এই অনুষ্ঠান সফল করার জন্য কাজ করেছেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। আমরা আশা করি, এই কনসার্ট আমাদের নতুন শক্তিতে উদ্দীপ্ত করবে।”

আরবি/এফআই

Link copied!