ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫

সাহসী অভিনয় স্বাধীনতা কেড়েছে তৃপ্তির!

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৪, ০৩:৩৩ পিএম

সাহসী অভিনয় স্বাধীনতা কেড়েছে তৃপ্তির!

ছবি: সংগৃহীত

সন্দীপ রেড্ডি ভাঙার ‘অ্যানিমেল’ ছবির সাফল্যের পর রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। পরপর ছবির কাজ তার হাতে। ‘অ্যানিমেল’ এরপর ভিকি কৌশলের সঙ্গে ‘ব্যাড নিউজ’ ছবিতে কাজ করেন তিনি। বক্স অফিসে ভালো ব্যবসা করে সেই ছবিও।

তৃপ্তি মূলত অ্যানিমেলে খ্যাতি পান ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার জন্য। আর অ্যনিম্যালের পর থেকে তাকে একাধিক সিনেমাতে  নানা সময় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে। তার এই সাহসী অভিনয় একদিকে যেমন তাকে খ্যাতি এনে দিয়েছে, অন্যদিকে তার থেকে স্বাধীনতা কেড়ে নিয়েছে! সম্প্রতি হলিউড রিপোর্টারের কাছে এমনটাই বললেন তৃপ্তি।

অভিনেত্রী বলেন, ‘অ্যানিম্যাল মুক্তির আগে আমি নিজেই সবজি কিনতে যেতাম। আর এখন যে দিনটা দেখছি সেটাই অভিনেতা হিসেবে দেখতে চাইতাম। খ্যাতি আসলে সবাই চায়। কিন্তু আমি আমার স্বাধীনতাকেও ভালোবাসি।
আমার লং ওয়ার্কে যেতে ভালো লাগে। বন্ধুদের সঙ্গে কোনও চিন্তা ছাড়াই আড্ডা মারতে ভালো লাগে। কিন্তু এখন জিনিষগুলো অনেকটাই বদলে গিয়েছে। আমি এখন আর অতটা স্বাধীন নই।
স্বাধীনতার ওই অনুভূতিটাই যেন হারিয়ে গিয়েছে।’

একই সঙ্গে এদিন তৃপ্তি বলেন, ‘এই একটা জিনিসের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা এখনও করে যাচ্ছি। আমি আমার নিজের সময়টাকে খুব ভালোবাসি। একটা সময় এমন কেটেছে যেখানে আমি অনেকটা সময় কার্টার রোডে হেঁটে কাটাতাম। খেতে যেতাম। এখন আমি সেসব কিছুই করতে পারি না। খুব সচেতন থাকতে হয় আমায়। তো, এই জিনিসগুলো খুব মিস করি। কিন্তু সেটা ছাড়া বাকিটা দারুণ।’

তৃপ্তি দিমরিকে সর্বশেষ ‘ব্যাড নিউজ’-এ দেখা গেছে ভিকি কৌশলের সঙ্গে। বক্স অফিসে একেবারেই চলেনি সিনেমাটি। তবে আগামীতে তাকে ভুল ভুলাইয়ার হিট ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে নায়িকা হিসেবে দেখা যাবে কার্তিক আরিয়ানের সঙ্গে। দীপাবলির সময় মুক্তি পাবে ‘ভুল ভুলাইয়া ৩’। সেখানে মঞ্জুলিকা  অর্থাৎ বিদ্যা বালান ফিরতে চলেছেন আবারও। সদ্যই প্রকাশ্যে এসেছে সিনেমাটির প্রথম ঝলক।

আরবি/এফআই

Link copied!