বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে যে, যুক্তরাজ্য ভিত্তিক উদ্যোক্তা কবীর বাহিয়ার প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন কৃতি স্যানন। গুঞ্জনের মাঝেই সম্প্রতি কবীরের আত্মীয়ের বিয়ের ছবিতে দেখা গিয়েছে আলোচিত এই নায়িকাকে।
এই ছবি প্রকাশ্যে আসতেই ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যেমে। ছবিতে নায়িকাকে স্টাইলিশ ভারতীয় পোশাকে নজর কাড়তে দেখা গিয়েছে। সব মিলিয়ে কৃতিকে দারুণ দেখাচ্ছিল।
বিয়েতে অভিনেত্রীর উপস্থিতি আবারও কবীরের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জনকে উস্কে দিয়িছে। কিন্তু কৃতি বা কবীর কেউই তাঁদের সম্পর্কের বিষয়ে মুখ খোলেননি। তবে তাঁদের বাড়তে থাকা ঘনিষ্ঠতা বলি পাড়ায় আলোচনার বিষয়।
কবীরের পারিবারিক অনুষ্ঠানে অভিনেত্রীর উপস্থিতি তাঁর অনুরাগীদের মনে ইতোমধ্যেই কৌতূহল সৃষ্টি হয়েছে। তবে, কৃতী এই বিষয়ে একদম চুপ।
কিন্তু কৌতুহলের শুরু বহু আগে, যখন কৃতি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে কবীরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন। দু`জনের একটি ছবি পোস্ট করে কৃতি লিখেছিলেন, ‘শুভ জন্মদিন কে! তোমার নিষ্পাপ হাসি সবসময় বেঁচে থাকুক!’ লেখার সঙ্গে একটি লাল হার্ট ইমোজি ছিল। তাঁর এই শুভেচ্ছাবার্তা ভক্তদের তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছিল।
আপনার মতামত লিখুন :