‘মেঘলা আকাশ’ শিরোনামের নতুন একটি গান নিয়ে এসেছেন কণ্ঠশিল্পী দেবাশীষ বিশ্বাস দীপ। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা ও সুর করেছেন গায়ক নিজেই। ভিডিওতে তার সঙ্গে মডেল হয়েছেন প্রত্যয়ী চিসিম। গত ১৯ সেপ্টেম্বর গানটি জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে মুক্তি পেয়েছে। গানটি প্রকাশের পর থেকে বেশ ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে জানান এর নির্মাতা রাশেদ বিন অভি।
তিনি বলেন, ‘বর্তমান সময়ের দর্শকের চাহিদার কথা মাথায় রেখেই গান-ভিডিও নির্মিত হয়েছে। এটি খুব স্যাড রোমান্টিক একটি গান। মানুষের একাকিত্বটাকে গানের মাধ্যমে ভিডিওতে তুলে ধরতে চেয়েছি। এই জনরার দর্শকরা সাদরে গ্রহণ করবে বলে আশা করি।’
আদিব কবিরের সঙ্গীত আয়োজনে এস.কে জনির চিত্র গ্রহণ এবং রাশেদ বিন অভির পরিচালনায় গানটি পাওয়া যাচ্ছে স্পেস স্টেশন মিউজিকের ইউটিউব চ্যানালে।
আপনার মতামত লিখুন :