ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

ঢাকা মাতাবেন আতিফ আসলাম

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৪, ১১:৪৭ এএম

ঢাকা মাতাবেন আতিফ আসলাম

সংগীতশিল্পী আতিফ আসলাম। ছবি: সংগৃহীত

বাংলাদেশে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। ‘ম্যাজিকাল নাইট ২.০’ শিরোনামের একটি কনসার্টে ঢাকার আর্মি স্টেডিয়াম মাতাবেন এই শিল্পী।

কনসার্টটির আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন। কিন্তু নিরাপত্তাজনিত কারণে এর আগে বেশ কয়েকটি আউটডোর কনসার্ট বাতিল করা হয়েছিল। তাতে আতিফের কনসার্টও বাতিল হতে পারে, তা নিয়েও শঙ্কা শুরু হয় ভক্তদের মনে।

এমন শঙ্কা ছড়াতেই আয়োজক পক্ষ জানিয়ে দিল, তাদেরকে কনসার্টটি আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। এতে আতিফের কনসার্ট নিয়ে থাকছে না আর কোনো বাধা। গত ২৪ অক্টোবর ট্রিপল টাইম কমিউনিকেশনকে অনুমতি দিয়েছে আর্মি স্টেডিয়াম কর্তৃপক্ষ। কনসার্টের ৩৭ দিন আগেই অনুমতি পায় প্রতিষ্ঠানটি।

আর্মি স্টেডিয়ামে কনসার্টটির অনুমতি পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ট্রিপল টাইম কমিউনিকেশনের হেড অফ পাবলিক রিলেশন আরিফা শবনম। তিনি বলেছেন, ‘কনসার্ট না হওয়ার কোনো শঙ্কা নেই, আমাদের আসন্ন ইভেন্টের জন্য অনুমতি পেয়েছি। এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর যে সকল অনুমতির প্রয়োজন হয়, তার সব কিছুই আমরা পেয়েছি।’

এদিকে কনসার্টটির অনুমতি দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে। জানান হয়েছে, আগামী ২৭ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত- এই তিনদিন কনসার্টের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ নভেম্বর বিকাল ৫টা থেকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে কনসার্টটি। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ১টায়। অগ্রিম টিকিট পাওয়া যাবে টিকেট টুমরো ওয়েবসাইটে।

সর্বশেষ গত এপ্রিলে ঢাকায় এসে দর্শকদের গান শুনিয়ে গেছেন আতিফ আসলাম। ‘লেটস ভাইভ আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্টে গেয়ে শোনান ‘ও লামহে’, ‘তেরে বিন’, ‘পেহলি নাজার ম্যায়’, ‘তেরে লিয়ে’সহ তার গাওয়া জনপ্রিয় বেশ কিছু গান।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!