ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪

‘আসছে ধুম ৪’, জুটিতে রণবীর-শ্রদ্ধা

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৪, ০১:৪৮ পিএম

‘আসছে ধুম ৪’, জুটিতে রণবীর-শ্রদ্ধা

রণবীর ও শ্রদ্ধা কাপুর। ছবি: সংগৃহীত

রণবীর কাপুর ‘ধুম ৪’-এর নায়ক। জন আব্রাহাম, আমির খান, হৃতিক রোশনের পর তাকে বাছা হয়েছে। ইতিমধ্যেই চুলের কায়দা বদলে ফেলেছেন নায়ক। বাড়তি মেদ ঝরিয়ে বেতের মতো ছিপছিপে। রণবীরের এই লুক দেখে খুশি তার অনুরাগীরা। এই সবের মধ্যেই নতুন চর্চা, নায়কের বিপরীতে আরও একবার দেখা যেতে পারে শ্রদ্ধা কাপুরকে। এই জুটি এর আগে ‘তু ঝুটি ম্যায় মক্কার’-এ প্রথম পর্দায় ধরা দিয়েছিলেন। দু’জনের রসায়ন পছন্দ করেছিলেন দর্শক।

রণবীর-শ্রদ্ধা আবারও পর্দায় ফিরছেন, খবর ছড়াতে আলিয়ার অনুরাগীরা কিন্তু দুই দলে ভাগ হয়ে গিয়েছেন। এক দল চিন্তিত নায়কের স্ত্রী আলিয়াকে নিয়ে। ‘তু ঝুটি ম্যায় মক্কার’-এ অভিনয়ের সময় নাকি গুঞ্জন ছড়িয়েছিল, অভিনয় করতে গিয়ে রণবীর-শ্রদ্ধা নাকি একটু বেশিই কাছাকাছি চলে এসেছিলেন! ভক্তদের ভয়, সেই ঘনিষ্ঠতা যদি ফের বেড়ে যায়! ‘ধুম ৪’ তখন রাতের ঘুম কাড়বে আলিয়ার।

দ্বিতীয় দলের দাবি, শ্রদ্ধার সঙ্গে রণবীরের রসায়ন অতীত। নায়কের শেষ সিনেমা ‘অ্যানিম্যাল’। সেখানে তার বিপরীতে তৃপ্তি ডিমরি পর্দায় উষ্ণতা ছড়িয়েছেন। সেই জায়গা থেকে তারা আবারও এই জুটিকে ফেরাতে চলেছেন। যদিও অভিনয়ের দিক থেকে পাল্লা ভারী শ্রদ্ধার। তার ঝুলিতে ‘বাগী’ বা ‘শাহু’র মতো সিনেমা রয়েছে। এই সিনেমাগুলোতে শ্রদ্ধা অ্যাকশন দৃশ্যে নিখুঁত অভিনয় করেছেন। এছাড়া ‘স্ত্রী ২’ সিনেমাতেও তার অ্যাকশন দৃশ্য ছিল।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!