মেধাবী লেখক ও জনপ্রিয় পরিচালক, চিত্রনাট্যকার বশির আহমেদ। দেশের সামগ্রিক পরিস্থিতি ও অসুস্থাতার কারনে দীর্ঘদিন নির্মান থেকে বাইরে থাকলেও আবারও ফিরেছেন নির্মানে। সামনে তার নির্মানে আসছে বেশ কিছু নাটক ও চলচ্চিত্র।
এ বিষয়ে জনপ্রিয় সংবাদ মাধ্যম দৈনিক রূপালী বাংলাদেশের সাথে একান্ত আলাপচারিতায় এই পরিচালক জানান, তিনি পুনরায় কাজে ফিরেছেন, এরই মধ্যে একটি নাটক রোমিওবক্স নামক ইউটিউব চ্যানেলে প্রচারিত হচ্ছে।
মিডিয়া ডিজিটের ব্যবস্থাপনা পরিচালক ও নাট্য প্রযোজক আনোয়ার হোসেন জানান, তিনি একাধারে ৪ টি নাটক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন এবং এর সবগুলোর দায়িত্ব দিয়েছেন নাটক ও চলচ্চিত্র নির্মাতা বশির আহমদকে। নাটক গুলোর মূল উপজীব্য প্রবাসে বাংলাদেশের `রেমিট্যান্স যোদ্ধা`দের জীবন-জীবিকা, দুঃখ-বেদনা নিয়ে।
পরিচালক সূত্রে আরও জানা যায়, এ সকল নাটকে দেখা যাবে অভিনেতা শাহেদ ওসমান রোমেল, ইসরাত জাহান, সুমি আক্তার দীপা, খলিলুর রহমান কাদেরী, সরল হাসমত, লিটন খন্দকার, ঝুমুরিয়া ও সমু চৌধুরীর মতো শক্তিমান অভিনেতাদের।
আপনার মতামত লিখুন :