ঢাকা রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

ছোট পর্দায় ফিরছেন দিতিপ্রিয়া

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৪, ০৪:০৮ পিএম

ছোট পর্দায় ফিরছেন দিতিপ্রিয়া

দিতিপ্রিয়া রায়। ছবি: সংগৃহীত

ছোট পর্দায় ফিরছেন দিতিপ্রিয়া রায়। প্রকাশিত একটি প্রচার ঝলকে তেমনই ইঙ্গিত মিলেছে। জি বাংলার নতুন ধারাবাহিক ‘তোমায় ভালবেসে’তে নায়িকা হয়ে ফিরছেন। টেলিপাড়ায় জোর খবর, নায়িকার নাকি নায়ক মিলছে না! তাই আপাতত প্রচার ঝলকটুকুই ক্যামেরাবন্দি হয়েছে। যা দেখে সহজেই অনুমান করা যাচ্ছে, ‘রাণী রাসমণি’র ‘রানিমা’ এবার এই প্রজন্মের প্রতিনিধি।

নায়িকা ঠিক, নায়ক নেই! ব্যাপারটা কী? এক প্রশ্নে সৃজনশীল প্রযোজক অদিতি রায় জানালেন, দিতিপ্রিয়ার বিপরীতে অভিনয়ের জন্য নাকি অভিনেতাদের লম্বা লাইন। তাদের মধ্যে থেকেই কেউ একজন নির্বাচিত হবেন। তবে শেষ হাসি কে হাসবেন সেটাই দেখার। দিতিপ্রিয়া অভিনীত ধারাবাহিকের গল্পেও অভিনবত্ব। পূর্বজন্মের গল্পের সঙ্গে এই প্রজন্মের ভাবনার সহবাস। একুশ শতক আগের প্রজন্মের থেকে ভাবনায় অনেকটাই আলাদা। আগের প্রজন্ম যেন পরার্থে নিবেদিত। এই প্রজন্ম নিজেকেও ভালোবাসতে জানে। বিশ্বাস করে, নিজেকে ভালোবাসলে তবেই অন্যকে ভালোবাসা যায়। দিতিপ্রিয়া তেমনই ভাবনায় বিশ্বাসী এক তরুণী।

দিতিপ্রিয়ার কথায়, ‘হাতে প্রচুর কাজ। তার পরেও রাজি হয়েছি দুটো কারণে। এক, জি বাংলার ধারাবাহিক। এই চ্যানেলের সেট, স্টুডিও আমার ঘরবাড়ি বলতে পারেন।’ একই ভাবে এসভিএফের সঙ্গেও একাধিক কাজ তার। দুটো ক্ষেত্রেই তাই ‘ঘর ওয়াপসি’ ঘটছে। পাশাপাশি, প্রযোজনা সংস্থা কোনও চাপ না দিয়ে কাজ করার সুযোগ করে দিয়েছে। ফলে তিনি ‘না’ বলার কোনও কারণ দেখতে পাচ্ছেন না।

কবে থেকে ধারাবাহিকের শুটিং শুরু হচ্ছে? অদিতি জানিয়েছেন, এখনও বাকি অভিনেতাদের নির্বাচন হয়নি। ফলে শুটিং শুরু হতে আগামী বছর। বছর শেষে তা হলে দিতিপ্রিয়ার পরিকল্পনা কী? খুশি হয়ে জবাব দিলেন, ‘জিনিসপত্র গোছাচ্ছি। মা-বাবাকে নিয়ে পুদুচেরি বেড়াতে যাচ্ছি। ৩১ তারিখ রাতে ফিরব।’ ছোট্ট অবসরে টাটকা অক্সিজেন ফুসফুসে ভরে নতুন বছর থেকে পুরোদমে কাজে ব্যস্ত হয়ে পড়বেন ছোট পর্দার ‘রানিমা’।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!