ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫

নীল ছবি ছাড়ার পরও সানি কত টাকার মালিক জানেন?

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৪, ০৭:০৯ পিএম

নীল ছবি ছাড়ার পরও সানি কত টাকার মালিক জানেন?

ছবি: রূপালী বাংলাদেশ

এক সময়ের পর্ন দুনিয়ার স্টার সানি লিওনকে নিয়ে নেটিজেনদের কৌতুহলের শেষ নেই। এতটাই যে বিকিনি লুকে তাঁর ফিল্মি পোস্টার হোক বা টুইটার অ্যাকাউন্টে তাঁর কোনও আপডেট। মুহূর্তেই সব ভাইরাল! তাঁর সম্পর্কে খুঁটিনাটিও অজানা থাকার উপায় নেই।

পেডিয়াট্রিক নার্স হওয়ার জন্য পড়াশোনা করছিলেন সানি। তবে কেরিয়ারের শুরু থেকেই তিনি এমন একটা পথ বেছে নিয়েছিলেন, যার জন্য বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হয়েছিল তাঁকে। একমাত্র ভাইকেই সত্যিটা জানিয়েছিলেন। কিছুদিনের মধ্যেই সমস্ত সত্যি জেনে যায় তাঁর পরিবারের লোকজন। এরপর সানির সফর কারও অজানা নয়।

সানির যখন বয়স মাত্র ১৮, তখনই তিনি নীল ছবির দুনিয়ায় পা রাখেন। তবে একটা সময় পর তিনি স্থির করেন, বলিউডে কাজ করবেন। শুরু হয় নতুন লড়াই।

নীল ছবির ক্যারিয়ার ছেড়ে ২০১২ সালে ‘জিসম ২’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন সানি। তবে ছবির জগত থেকে তাঁর প্রস্তাব পেতে গিয়েও বেজায় বেগ পেতে হয়েছে। পেতে হয়েছে অনেক কু-প্রস্তাব। এরপরও একে একে ‘এক পেহেলি লীলা’, ‘রাগিণী এমএমএস’, ‘কুছ কুছ লোচা হ্যায়’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

নীল সিনেমায় অভিনয় ছাড়ার পর কানাডীয় বংশোদ্ভূত এই ভারতীয় অভিনেত্রী ৩০টির বেশি মূল ধারার সিনেমায় অভিনয় করেছেন। ২০১১-১২ সালে জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘বিস বস’ দিয়ে নতুন যাত্রা শুরু হয় সানি লিওনির।

বর্তমানে মোট ৮৩ কোটি টাকার মালিক সানি লিওন। নীল সিনেমায় অভিনয় ছাড়ার পর এখনও মোটা টাকা আয় করেন তিনি। একেকটি ছবির জন্য নেন ২ থেকে ৩ কোটি টাকা। এছাড়া তাঁর মোট ১১৫ কোটি টাকার সম্পত্তি রয়েছে।

আরবি/ এইচএম

Link copied!