ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

ফের স্থগিত পরিচালক সমিতির নির্বাচন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ১০:২৬ পিএম

ফের স্থগিত পরিচালক সমিতির নির্বাচন

ছবি: রূপালী বাংলাদেশ

হঠাৎ স্থগিত হয়ে যাওয়া চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন আবারও স্থগিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) এই দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অজানা কারণে পুনরায় স্থগিত হয়েছে। এর আগে সদ্য বিদায়ী বছরের ২৮ ডিসেম্বর এ নির্বাচন এফডিসিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

জানা গেছে, দুই প্যানেলেই স্বৈরাচার আওয়ামী লীগের দোসর নির্বাচনে অংশ নেওয়ার কারণেই বার বার স্থগিত হচ্ছে এ নির্বাচন। যদিও প্রকাশ্যে এ কথা কেউ শিকার করছেন না। তবে বিষয়টি চলচ্চিত্রপাড়ায় চায়ের চুমুকে বেশ চর্চা হচ্ছে।

দুই বছর মেয়াদের লড়াইয়ে এই নির্বাচনে অংশ নিচ্ছে দুটি প্যানেল। একটি প্যানেলের সভাপতি ও মহাসচিব পদে নির্বাচন করছেন শাহীন সুমন ও শাহীন কবির টুটুল। অপর প্যানেল থেকে সভাপতি ও মহাসচিব পদে আছেন মুশফিকুর রহমান গুলজার ও সাফি উদ্দিন সাফি।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন আবদুল লতিফ বাচ্চু।

আরবি/জেআই

Link copied!