ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। কোটা সংস্কারের দাবিকে সংহতি জানিয়ে শিক্ষার্থীদের সঙ্গে শুরু থেকেই সরব ছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশের পাশাপাশি নেমেছেন রাজপথেও। যার জন্য তাকে অনেক হুমকির সম্মুখীন হতে হয়। বাধা আসা সত্ত্বেও পিছু হাঁটেননি চমক। পেয়েছেন কাঙ্খিত জয়। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে।
নতুন সরকারের কাছে সুন্দর বাংলাদেশের প্রত্যাশা জানিয়ে অভিনেত্রী চমক দৈনিক রূপালী বাংলাদেশ-কে বলেন, ‘বৈষম্যহীন বাংলাদেশ চাই। যেখানে কোটা কেন, কোনো ধরনের বৈষম্য থাকবে না। থাকবে বাকস্বাধীনতা ও জবাবদিহির জায়গা। সরকার এবং জনগণের মধ্যে কোনো দূরত্ব থাকবে না। জনগণ চাইলেই সরকার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে পারবে। আগে তো কিছু বললেই আয়না ঘরে নিয়ে যাওয়া হত। এখন কথা বলতে গেলে দুইবার চিন্তা করতে হয় না। কী বললে আমাকে আটকাবে, গুম করে রেখে দেবে, এই চিন্তা নাই। এরপর যে সরকার আসবে, সেই সরকারের অধীনে যেন আমরা ন্যায়কে ন্যায় বলতে পারি, অন্যায়কে বলতে পারি। এটাই আমার চাওয়া।’
যোগ করে তিনি আরও বলেন, ‘প্রতিটি জেলায় অভিযোগ কেন্দ্র থাকা দরকার সবার মত প্রকাশের জন্য। যেখানে সবাই অবাধ মত প্রকাশ করতে পারবে। এটা খুবই জরুরি। তাহলে খুব সহজেই সবাই তাদের অভিযোগ ও সমস্যা জানাতে পারবে। প্রতি মাসে সেই চিঠি সরকার পড়বে। সে অনুযায়ী ব্যবস্থা নিলে দ্রুতই সমস্যা সমাধান অনেকটাই সহজ হয়ে যাবে। সুন্দর একটি বাংলাদেশ তৈরি করা যাবে। এমন বাংলাদেশ দেখতে চাই।’
সম্প্রতি বিভিন্ন জায়গায় সিনেমা হল ভাঙচুর করে দুর্বৃত্তরা। সেসব ঘটনার নিন্দা জানিয়ে চমক বলেন, ‘এসব কখনোই কাম্য নয়। ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে সে জন্য শিল্প সংস্কৃতি রক্ষার জন্য কমিটি করতে হবে। তাহলে বাসা বাড়ির মতো আমাদের প্রাঙ্গণও রক্ষা করা যাবে।’
কোটা আন্দোলন নিয়ে বিবৃতি দিয়ে তোপের মুখে পড়েছিলে অভিনয় শিল্পী সংঘ। শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়ে বিবৃতি দেয়াতে কার্যনির্বাহী সদস্য পদ থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। শিল্পী সংঘের বিবৃতিকে ধিক্কার জানিয়ে চমক বলেন, ‘দেশের বিরুদ্ধে কিংবা শিক্ষার্থীদের বিরুদ্ধে যে কোনো বিবৃতিকে ধিক্কার জানাই। অভিনয় শিল্পীর এই বিবৃতি নিয়ে অনেকেই কথা বলেছেন। সবাই নতুন করে নির্বাচন চায়। যারা দেশ নিয়ে ভাবে, দেশের মানুষ নিয়ে ভাবে এবং সংস্কৃতি নিয়ে ভাবে তাদেরই যোগ্য জায়গায় আসা উচিত। বৈষম্য কোথাও থাকতে পারবে না, সেটা রাষ্ট্র কিংবা সংস্কৃতি অঙ্গনে।’
আপনার মতামত লিখুন :