এই দীপাবলিতে একটি নয়, ২টি ব্লকবাস্টার সিনেমা বক্স অফিসে ঝড় তুলেছে। বলা চলে, বহুদিন পর, বেশ ভালো ব্যবসার মুখ দেখেছে বলিউড। ২ নভেম্বরই মুক্তি পেয়েছে অজয় দেবগনের ‘সিংঘম এগেইন’ ও কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া ৩’। এমন পরিস্থিতিতে দুটি সিনেমা মুক্তির পর কেটে গেছে ১১ দিন। চলুন জেনে নেওযায় যাক, দ্বিতীয় সোমবারে কোন সিনেমা কেমন ফল করল বক্স অফিসে। কে দৌড়ে রয়েছে এগিয়ে, সিংঘ এগেইন নাকি ভুল ভুলাইয়া ৩।
সিনেমাতে রুহবাবা অর্থাৎ কার্তিক আরিয়ান আরও একবার দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছেন। এবার এই হরর কমেডিতে কার্তিকের সঙ্গে নতুন সংযোজন ছিলেন মাধুরী দীক্ষিত। এছাড়া মঞ্জুলিকা অর্থাৎ বিদ্যা বালান নিয়েছিলেন সিনে এন্ট্রি। তৃপ্তি দিমরি এবং রাজপাল যাদবের মতো তারকারা এই সিনেমায় তাদের দুর্দান্ত অভিনয় দিয়ে সবার মন জয় করে নিয়েছেন।
উদ্বোধনী দিনে সিনেমাটি আয় করেছে ৩৫.৫ কোটি টাকা। একই সময়ে, এখন এর দ্বিতীয় সোমবারের প্রাথমিক পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। স্যাকনিলকের প্রাথমিক প্রতিবেদন অনুসারে, ‘ভুল ভুলাইয়া ৩’ ১১ তম দিনে, অর্থাৎ দ্বিতীয় সোমবারে ৫.০০ কোটি টাকা আয় করেছে। সিনেমাটির মোট সংগ্রহ এখন ২০৪.০০ কোটি টাকায় পৌঁছেছে।
‘ভুল ভুলাইয়া থ্রি’ মুক্তির সময়, অজয় দেবগনের সিঘম এগেইন থেকে পিছিয়ে থাকলেও, এখন রোজের আগের ভিত্তিতে এগিয়ে। প্রথম দিকে ‘সিংঘম এগেইন’-এর আয় বেশ জাঁকজমকপূর্ণ থাকলেও এখন তা কিছুটা ঠান্ডা। রোহিতের কপ ইউনিভার্সের নতুন সিনেমাতে রয়েছেন অজয় দেবগন, রণবীর সিং, অক্ষয় কুমার, োরিনা কাপুর খান, দীপিকা পাড়ুকোন, অর্জুন কাপুর, টাইগার শ্রফ ও জ্যাকি শ্রফ।
প্রথম দিনে ৪৩.৫ কোটি দিয়ে খাতা খুলেছিল এই সিনেমা। স্যাকনিল্কের প্রাথমিক প্রতিবেদন অনুসারে, অজয় দেবগনের সিনেমাটি ১১তম দিনে, অর্থাৎ দ্বিতীয় সোমবারে ৪.২৫ কোটি টাকা সংগ্রহ করেছে। আর সিনেমার মোট আয় বেড়ে দাঁড়িয়েছে ২১১ কোটি।
আপনার মতামত লিখুন :