শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রেজা শাহীন

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৪, ০৩:০৬ পিএম

ফারিনের ছুটে চলা

রেজা শাহীন

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৪, ০৩:০৬ পিএম

ফারিনের ছুটে চলা

ফারিন খান। ছবি: সংগৃহীত

‘ধ্যাততেরিকি’ সিনেমার মধ্যে দিয়ে অভিনয়ের শুরুটা হয় এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী ফারিন খানের। সিনেমাটি মুক্তির পর বেশকিছু সিনেমার প্রস্তাব আসে তার কাছে। কিন্তু ফারিন সেসব প্রস্তাব ফিরিয়ে দেন। দীর্ঘ সময় অভিনয় থেকে নিজেকে দূরে রাখেন। দূরে থাকার কারণ জানতে চাইলে ফারিন দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘তখন আমি খুব ছোট ছিলাম। পড়াশোনার জন্যই মূলত এই বিরতি। এসএসসি পরীক্ষা দিয়েছি সবেমাত্র। এইচএসসিতে ভর্তি হয়েছি। আমার পরিবার চেয়েছে আমি যেন পড়াশোনায় মনোযোগী হই। এমন নয় যে, আমি সিনেমার কাজ পাইনি বলে অভিনয় ছেড়ে দিয়েছি। আমি অনেক সিনেমার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছি। ‘পোড়ামন ২’ ও ‘দহন’ সিনেমায় আমার কাজ করার কথা ছিল। কিন্তু পড়াশোনার জন্য করা হয়নি।’

২০২২ সালে প্রাচ্যনাট্য থিয়েটারে ভর্তি হন ফারিন। সেখানেই অভিনয়ের হাতেখড়ি নেন বেশ কিছুদিন। কাজল আরেফিন অমির ‘ফিমেল ৩’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে গত বছর নাটকে অভিষেক হয় তার। নাটকের শেষের দিকে মাত্র কয়েক সেকেন্ডের উপস্থিতি ফারিনকে পরিচিতি এনে দেয়। লাস্যময়ী সে চরিত্রে বুঁদ হন দর্শকরা। এক রাতেই তার ফেসবুক ফলোয়ার বেড়ে যায় প্রায় ৫০ হাজার। এরপর থেকে নিয়মিত কাজ করছেন ছোট পর্দায়।

‘ঠিকানা’, ‘এক মিনিট’, ‘লাভবাজ’সহ বেশকিছু নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। নাটক ছাড়াও ওটিটিতে দেখা গেছে ফারিনকে। দীপ্ত প্লের ওয়েব ফিল্ম ‘ত্রিভুজে’-এ অভিনয় করেছেন।

ফারিন খান। ছবি: সংগৃহীত

টিভি নাটক এবং ওটিটির মধ্যে পার্থক্য জানতে চাইলে ফারিন বলেন, ‘টিভি নাটক এবং ওটিটি প্ল্যাটফর্মের মধ্যে অনেক পার্থক্য আছে। ওটিটির কাজ খুব গোছানো হয়। রিহার্সেল, কস্টিউম ডিজাইন, লুক সেট ইত্যাদির জন্য পর্যাপ্ত সময় থাকে, বাজেট থাকে যেটা নাটকে থাকে না। সবচেয়ে বড় বিষয় হলো, স্ক্রিপ্ট নিয়ে চিন্তা-ভাবনা করার পর্যাপ্ত সময় পাওয়া যায় ওটিটিতে।’

সিনেমায় একবার কাজ করলেও নাটকে কাজ করতে চান না অনেকেই। এ ক্ষেত্রে ব্যতিক্রম ফারিন। তিনি সিনেমায় কাজের পাশাপাশি নাটকেও কাজ করছেন। ফারিন বলেন, ‘একজন শিল্পীর উচিত অভিনয় করে যাওয়া সেটা যেকোনো মাধ্যমেই হোক। বড় কিংবা ছোট পর্দা আমি আলাদা করে দেখছি না। আমি মনে করি নাটকে কাজ করলে অনেক কিছু শেখা যায়। এখানে কাজ করার অনেক সুযোগ আছে। ছোট পর্দা থেকে আমাদের অনেক গুণী অভিনেতা এবং অভিনেত্রী তৈরি হয়েছে। সুতরাং সিনেমায় কাজ করলে নাটকে কাজ করা যাবে না আমি এরকমটি মনে করি না। আমি সব জায়গা থেকেই শিখতে চাই।’

ফারিন খান। ছবি: সংগৃহীত

বর্তমানে নাটক, ওয়েব সিরিজ ও বিজ্ঞাপন’সহ বেশকিছু কাজ নিয়ে ফারিনের ব্যস্ততা চলছে। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘প্ল্যানার’, ‘ফেসবুক’, ‘মায়া’ নামের তিনটি সিনেমা। তবে ফারিন এখন কেবল নাটক নিয়েই থাকতে চান। আপাতত সিনেমা নিয়ে ভাবছেন না। এখনো নিজেকে সিনেমার জন্য তৈরি মনে করছেন না তিনি।

সিনেমায় কাজ করার আগে নিজের অডিয়েন্স তৈরি করতে চান। ২০২৫ সালে ফারিন দর্শকদের জন্য কি চমক নিয়ে আসবেন এ বিষয়ে জানতে চাইলে বলেন, ‘ভালোবাসা দিবস এবং ঈদে আমার খুব স্পেশাল কাজ মুক্তি হবে। এখনই সব বলে দিতে চাই না। দর্শকদের কাছে চমকটা চমক হয়ে থাকুক। আশা করি, দর্শকরা ভালো কিছু পাবে।’

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!