ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫

বিটিভির নাটকে ফারজানা ছবি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫, ০৫:২৭ পিএম

বিটিভির নাটকে ফারজানা ছবি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শনিবার (২৫ জানুয়ারি) রাত ৯টা ০৫ মিনিটে প্রচারিত হবে নাটক ‘লবণ জলের মানুষ’। কবি জায়েদ ফরিদের ‘দেয়াল’ গল্প অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন গাজী ফারুক। আব্দুল্যাহ আল মামুনের প্রযোজনায় নাটকটিতে অভিনয় করেছেন ফারজানা ছবি, রমিজ রাজু, কবির আহমেদ, দিলু মজুমদার, আনোয়ার হোসেন, রেজাউল রাজু প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে—এলাকার বিত্তবান চৌধুরী সাহেব দশ বছর বয়সী অনাথ শিশু ধীর আলিকে নিজের বাড়িতে আশ্রয় দেয়। প্রায় ত্রিশ বছর ধরে সে চৌধুরী সাহেবের বাগান বাড়ির দেখাশুনা করে। এই দায়িত্বের বাইরেও যে মানুষের জীবন আছে, সে জীবনে প্রেম-ভালোবাসা, সংসার থাকতে পারে তা কখনো উপলব্ধি করতে পারেনি ধীর আলি।

বাগান বাড়ি সামলানোর পাশাপাশি সে আধ্যাত্মিক গানে ডুবে থাকে। সে মনে করে অপার্থিব প্রেমই হচ্ছে আসল প্রেম। একদিন বিকেলে বাগান বাড়ির লোনা ধরা ভাঙাচোরা দেয়ালের ফাঁক দিয়ে এলাকায় পাগলী নামে পরিচিত হীরামন আশ্রয় নেয়। যদিও হীরামন পাগলী না। তার মা মারা যাওয়ার পর একাকী জীবনের নিরাপত্তার জন্য সে পাগলী সেজে থাকে।

হীরামন ধীর আলির কাছে আশ্রয় নিয়ে তার ঘর-কন্নার কাজের ভার নেয়। আলি বিরক্ত হলেও তাকে তাড়িয়ে দিতে পারে না। ভাঙা দেয়াল মেরামতের জন্য শহর থেকে একদিন চৌধুরী সাহেব বাগান বাড়িতে এলে ধীর আলি বিপদে পড়ে যায়। এরপর নানা নাটকীয়তায় এগিয়ে যায় নাটকের কাহিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!