ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

বাবার গুরুত্ব বোঝাতে ‘বাবার শেষ দিন’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৪, ০৩:১৮ পিএম

বাবার গুরুত্ব বোঝাতে ‘বাবার শেষ দিন’

তারিক আনাম খান ও সাথী। ছবি: সংগৃহীত

বাবা সবার জীবনে গুরুত্বপূর্ণ। একজন বাবার গুরুত্ব বোঝাতেই নির্মিত হয়েছে ‘বাবার শেষ দিন’ নামের একক নাটক। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, শায়লা সুলতানা সাথী, রাফসান ইমতিয়াজ প্রমুখ।

আর্থিক সজীবের গল্পে সাইদুর রহমান সবুজের পরিচালনায় এই গল্পে সমাজের নানা নেতিবাচক দিক দেখানো হবে। দেখানো হবে একজন বাবার শেষ দিনের গল্প।

এ প্রসঙ্গে গুণী অভিনেতা তারিক আনাম খান বলেন, ‘বাবার শেষ দিন প্রজেক্টটি ছিল প্রাঙ্ক কিং-এর সঙ্গে আমার প্রথম কাজ। এই টিমের সঙ্গে কাজ করে খুবই ভালো লেগেছে। গল্পটা একটা বাবার শেষ ইচ্ছাকে কেন্দ্র করে। খুব সুন্দর একটি গল্পের কাজ। আশা করি, কাজটি আপনাদের সবার পছন্দ হবে।’

শায়লা সাথীর ভাষ্য, ‘বাবাকে কেন্দ্র করে এমন একটা গল্পে কাজ করা আমার স্বপ্ন ছিল। এই নাটকটির মাধ্যমে আমার স্বপ্ন পূরণ হয়েছে। গল্পে বাবারও একটা শখের বিষয় ফুটে উঠেছে। বাবার স্বপ্নকে কেন্দ্র করে গল্পের কাহিনি। শেষ পর্যন্ত বাবার স্বপ্নটা কি পূরণ হয়েছে, বাবার শেষ দিনটা কেমন কাটলো? সবকিছুই নাটকটি দেখলে দর্শক জানতে পারবে।’

রাফসান ইমতিয়াজ বলেন, ‘আমাদের অনন্য নাটকে প্রেম-ভালোবাসা থাকলেও এটি একেবারে ব্যতিক্রম। প্রেম ভালোবাসার ছাড়া সুন্দর একটি গল্পের নাটক বাবার শেষ দিন।’

গল্পকার আর্থিক সজিবের মতে, প্রাঙ্ক কিং-এর সব কাজের মধ্যে এটি সেরা। বাবাকে কেন্দ্র করে সুন্দর এই গল্পটি দর্শকদের ভালো লাগবে বলে আশাবাদী তিনি। আগামী ১৭ নভেম্বর ‘বাবার শেষ’ দিন ইউটিউবে অবমুক্ত হবে।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!